Recruitment Scam: নিয়োগ মামলায় এবার সিবিআইয়ের জালে OMR প্রস্তুতকারক সংস্থার আধিকারিক


নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার। OMR শিট বিকৃত করার অভিযোগে এবার সিবিআইয়ের জালে পার্থ সেন। OMR প্রস্তুতকারক সংস্থা এস বসু রায় কোম্পানির দায়িত্বে ছিলেন তিনি।
প্রাথমিকে নিয়োগে ওএমআর শিটে ‘কারচুরি’। কীভাবে? সিবিআই সূত্রে খবর, প্রতিবারই টেটের OMR শিট প্রস্তুত করার বরাত পেত এস বসু রায় কোম্পানি। সংস্থার আধিকারিক পার্থ সেনকে আগেও বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। এদিন ফের তাঁকে তলব করা হয় নিজাম প্যালেসে। ম্য়ারাথন জিজ্ঞাসাবাদের পর শেষপর্যন্ত গ্রেফতারি।
কাদের নির্দেশে OMR শিটে অদলবদল? কতগুলি OMR শিট বিকৃত করা হয়েছিল? এদিন জেরায় পার্থের কাছে জানতে চান সিবিআই আধিকারিকরা। স্রেফ বয়ানে অসঙ্গতি নয়, তদন্তে অসহযোগিতাও করেন।
এর আগে, OMR শিট মামলায় হাইকোর্টে ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। রিপোর্ট দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি তিনি বলেছিলেন, ‘সময় এসেছে। অনেকবার বলা হয়েছে। যদি সিবিআই কাজ না করে তাহলে প্রধানমন্ত্রী দফতরের বিষয়টি জানানো হবে। আপনার নিয়ন্ত্রণে থাকা সংস্থা কি করছে দেখুন। সিবিআই অফিসার বাচ্চা নয়, কি করছে সেটা দেখুন’।

বিচারপতির গঙ্গোপাধ্যায়ের আরও বক্তব্য, ‘সিবিআইতে এক গুচ্ছ বোকা লোক কাজ করে এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এটা ইচ্ছাকৃত। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়নি’। সঙ্গে প্রশ্ন, ‘সিবিআইয়ের আইটি আধিকারিক নিজে বলছে যে, এটা ডিজিটাল ডেটা নয়। তাহলে কেন এস বসু রায় কোম্পানির আধিকারিকদের এই প্রশ্ন কেন করা হল না’?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.