শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনার সাফল্য। টানা গুলির লড়াইয়ের পর মঙ্গলবার পুলওয়ামা জেলায় তিন জইশ-ই-মহম্মদ জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয়েছে ভারতইয় সেনা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, চার ঘন্টা ধরে এই লড়াই চলে এবং প্রচুর অস্ত্রসশ্ত্র উদ্ধার করা হয়। শেষ একস্পতাহে এটাই সবচেয়ে বড় গুলির লড়াই বলে মনে করা হচ্ছে।
বিশাল এলাকা জুড়ে চলে তল্লাশি। পুলিশের তরফ থেকে এও জানানো হয় যে, অগস্ট মাসে যে দু’জন গুজ্জর ভাইকে মারা গিয়েছেন তাঁদের মৃত্যুর পেছনে এই জঙ্গিদের হাত আছে। কাশ্মীরের গোয়েন্দা সংস্থারা গোপণ সূত্রে খবর পেয়ে অতর্কিতে পুলওয়ামার অবন্তিপুরাতে অপারেশন চালায়। গোটা এলাকায় মোতায়েন করা হয় সেনা। ঐ এলাকায় তাঁদের লুকিয়ে থাকার খবর পেয়ে প্রতিটি বাড়িতে তল্লাশি শুরু হয়। এরপরই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।
প্রাথমিকভাবে, ভারতীয় সেনা জঙ্গিদের আত্মসমর্পণ করার কথা বললে তাঁদের তরফ থেকে কোন ইতিবাচক ইঙ্গিত আসেনি। এরপরই ভারতীয় সেনার তরফ থেকে গুলি চালানো হয়। মঙ্গলবার রাত ৮টা অবধি এই লড়াই চলে। এরপরই জানা যায়, তিন জন জঙ্গির মৃত্যু হয়েছে। শেষ একসপ্তাহে ভারতীয় সেনা মোট ছয়’জনকে খতম করেছে বলেই খবর পাওয়া যাচ্ছে। শেষ সপ্তাহে, তিনজন লস্কর জঙ্গিকে অনন্তনাগে খতম করেছিল ভারতীয় সেনা। হিজবুল মুজাহিদিন ছেড়ে সম্প্রতি তাঁরা লস্কর-ই-তৈবায় যোগ দিয়েছছিল বলেই খবর পাওয়া গিয়েছে।
তবে, পাক সেনার আর্জি ভারত মেনে নিলেও পাকিস্তান আছে পাকিস্তানেই। এসবের মাঝে আজকেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে ভারি গোলা বর্ষনের একঘন্টার মধ্যেই পুলওয়ামায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় দু’জন কাশ্মিরি গুরুতরভাবে আহট হয়েছেন বলেই জানা গিয়েছে।