দুরন্ত গরম মার্চ! জানা গেল, গ্লোবাল ওয়ার্মিং গত মার্চে আগের যে কোনো সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি ছিল। ইউরোপের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আজ, মঙ্গলবার এই ভয়ংকর তথ্য জানিয়েছে। বিজ্ঞানীদের যা আশঙ্কা ছিল, তার চেয়েও বেশি সময় ধরে প্রচণ্ড তাপমাত্রা ছিল বিশ্ব জুড়ে।
1/6
কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, গত মার্চ ছিল ইউরোপে এযাবৎ কালের সবচেয়ে উষ্ণ মাস। আশ্চর্য হল, ওই সময়েই বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপে ব্যাপক বৃষ্টি হয়েছে। আবার তাপমাত্রাও খুব দ্রুত বাড়তে দেখা গিয়েছিল।
2/6
১.৫ ডিগ্রি সেলসিয়াস

কোপার্নিকাস বলছে, ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিল মার্চ। ২০২৩ সালের পর থেকে তাপমাত্রা প্রায় ধারাবাহিকভাবে একের পর এক রেকর্ড ভাঙছে। তখন থেকে কার্যত প্রতি মাসে শিল্পবিপ্লবের আগের তুলনায় কমপক্ষে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে।
3/6
শিল্পবিপ্লবের পরে

শিল্পবিপ্লবের পরে মানবজাতি প্রচুর পরিমাণে কয়লা, তেল ও গ্যাস পোড়ানো শুরু করে। বিষয়টি গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির আসল কারণ।
4/6
রহস্য-উষ্ণতা

মার্চের তাপমাত্রা প্রাক্-শিল্প যুগের চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। কিন্তু ওই মাসে কেন এই অস্বাভাবিক তাপমাত্রা, তার কোনও কারণ খুঁজে পাননি বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনের কারণে শুধু তাপমাত্রাই বাড়ে না; বরং কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো গ্রিনহাউস গ্যাসের মাধ্যমেও বায়ুমণ্ডল ও সমুদ্রে অতিরিক্ত তাপ জমা হতে থাকে।
5/6
উষ্ণ সমুদ্র

সঙ্গে আছে উষ্ণ সমুদ্র! উষ্ণ সমুদ্রের অর্থ হল– বাষ্পীভবন বৃদ্ধি ও বায়ুমণ্ডলে আর্দ্রতা বৃদ্ধি। এর ফলে ব্যাপক বন্যা হয়। ঝড় ও ঘূর্ণিঝড় আরও শক্তি সঞ্চয় করে ভয়ংকর হয়ে ওঠে।
6/6
সবচেয়ে উষ্ণ সময়
