হাতে তলোয়ার তুলে নিলেন কেন্দ্রীয় বস্ত্র তথা মহিলা এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। তাও আবার দু’হাতে দুটো তলোয়ার। না লড়াই করার জন্য নয়, রাস উৎসবে নৃত্য পরিবেশনের জন্য। কেন্দ্রীয় মন্ত্রীর এই রূপে মজলেন গুজরাতের মানুষ।
শুক্রবার গুজরাতের ভাবনগরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ‘তলোয়ার রাস’ উপলক্ষ্যে ছিল এই সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল শ্রী স্বামীনারায়ণ গুরুকুল। এখানে যাঁরা রাস পরিবেশন করেন তাঁরা দু’হাতে দুটো তলোয়ার নিয়ে রাস পালন করেন। এটাই এই উৎসবের রীতি। গুজরাত ও রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য হল এই তালোয়ার রাস।
এই অনুষ্ঠানে অংশ নিয়ে শুধুমাত্র অতিথি হিসেবেই থাকলেন না স্মৃতি, রীতিমতো যোগ দিলেন উৎসব পালনে। দু’হাতে তুলে নিলেন দুটো তলোয়ার। মঞ্চে যেসব নৃত্যশিল্পীরা এই রাস উৎসব পালন করছিলেন তাঁদের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছিলেন তিনি।
নীল শাড়ি পরে ভালোভাবেই এই রাস পালন করতে দেখা গেল তাঁকে। তাঁর নাচের সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত দর্শকদের দেখা গেল হাততালি দিয়ে তাঁর এই পরিবেশনের তারিফ করতে।
স্মৃতির এই নাচের ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। অনেক অনুরাগীরা এই নাচের প্রশংসা করেছেন। তাঁদের বক্তব্য, যেভাবে রাজনীতির ময়দানে সাবলীল বিচরণ কেন্দ্রীয় মন্ত্রীর ঠিক সেভাবেই রাসের মঞ্চেও সাবলীল নাচ পরিবেশন করলেন তিনি। এ থেকেই তাঁর প্রতিভা কতটা তা বোঝা যায়।