ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন
না তিনি শুধুমাত্র মাদ্রাসা স্টুডেন্ট দের কথা বলেননি। এই অংশ টুকু রাখার পিছনে কিছু প্রশ্ন আছে।
একজন মাদ্রাসা স্টুডেন্ট এজেন্ট কেন হবে? সাধারণ স্কুলের ছাত্র-ছাত্রীদের তো তিনি বললেন না, মাদ্রাসার স্টুডেন্ট দের বিশেষ ভাবে কেন উল্লেখ করলেন?
শক্ত সমর্থ এজেন্ট এর মানে কি? ভোটের জন্য যাবে না যুদ্ধ করতে?
মাদ্রাসা স্টুডেন্ট মানে ঠিকঠাক পড়াশোনা করলে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীর বয়স হওয়া উচিত 18, একজন 18 বছর বয়সি ছেলে বা মেয়েকে এজেন্ট কেন?
মাদ্রাসায় সাধারণত মুসলমানরা পড়াশোনা করেন, মুসলমান সমাজকে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী দুধ দেওয়া গরু ছাড়া কোনদিন কিছু ভাবেনি। বুথে ঝামেলা হতে পারে তাই জন্য কি বারবার মাদ্রাসা স্টুডেন্টদের পাঠিয়ে বলি দেওয়ার কথা ভাবেন?
হাতা খুন্তি নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তেড়ে গেলে বা ঘেরাও করে ভোট লুট করার চেষ্টা করলে কি হতে পারে সেটা গতকাল সবাই দেখে নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রক্তের হোলি খেলতে চাইছেন শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য।
মুসলমান সমাজকে তিনি মানুষ বলে মনে করেন না তাই হয়তো তাদের প্রাণের কোন দাম নেই।