Happy Birthday MS Dhoni: জন্মদিনে ভালবাসার বার্তায় ভাসলেন মাহি

আজকের দিনে ৪০-এ পা রাখলেন মাহি। সকাল থেকেই চলছে সেলিব্রেশন। প্রিয় অধিনায়কের জন্মদিন কী করে চুপ থাকতে পারে সোশ্যাল মিডিয়া। আর সেই কারেণেই টুইটার ৭ই জুলাই সকাল থেকেই সারাক্ষণ সুর তুলছে। ৪০-এ পা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতি মুহূর্তে ধোনিকে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন তাঁর প্রিয়জনেরা। সেই তালিকায় রয়েছেন রায়না থেকে মাহির নিজের ক্লাব চেন্নাই সুপার কিংস। আর হবে নাই বা কেন তিনি যে মহেন্দ্র সিং ধোনি।

১৯৮১ সালের ৭ জুলাই ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচিতে জন্মগ্রহণ করেন মাহি। ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ২৩ বছর বয়সে বাংলাদেশের বিপক্ষে একদিনের ম্যাচে অভিষেক হয় ধোনির। সেই সিরিজে জ্বলে উঠতে না পারলেও পরের বছর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে সুযোগ পেয়েই করেন সেঞ্চুরি। তারপরটা ইতিহাস। এরপর জীবনে অনেক কিছুই পেয়েছেন তিনি। তবে সব থেকে বেশি যেটা পেয়েছেন সেটা হল ভালবাস। যা ৭ই জুলাই এলে বোঝা যায়। আজ সকাল থেকেই প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা পাঠাচ্ছেন সকলে।

২০০৭ সালে প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পেয়েই ভারতকে এনে দেন টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা। তাঁর অধীনেই টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ভারত। ২০১১ সালে বিশ্বকাপে ভারতকে দ্বিতীয়বার বিশ্ব জয়ের স্বাদ দেন এমএসডি। বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি অনুমোদিত সবকটি ট্রফি জেতার নজির রয়েছে তাঁর। আইপিএলেও সফল ধোনি। অধিনায়ক হিসেবে চেন্নাই সুপার কিংসকে তিনবার শিরোপা এনে দিয়েছেন তিনি। ধোনির নেতৃত্বে আইপিএলর ইতিহাসে আটবার ফাইনাল খেলেছে সিএসকে। তাই এদিন প্রিয় তারকাকে নিজেদের স্টাইলে তাদের থালাইভাকে শুভেচ্ছা জানাল চেন্নাই সুপার কিংস।

বিসিসিআই-এর তরফ থেকেও প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ধোনির নানা ভিডিও পোস্ট করে মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন প্রত্যেকে। ভক্তদের ভালবাসায় ভেসে যাচ্ছেন ধোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.