শুরু হয়েছে তিন কেন্দ্রে উপনির্বাচন। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট শুরু হলেও বেলা গড়ালে বিভিন্ন ধরণের ঘটনার কথা সামনে আসছে। নির্বাচনী কেন্দ্রে যাওয়ার সময়ে সংবাদ মাধ্যমের গাড়ি আটকানোর ঘটনা ঘটেছে করিমপুর এলাকার থানাপুরের কাছে।
জানা গিয়েছে বেলা সাড়ে দশটা নাগাদ সংবাদ মাধ্যমের একটি গাড়িকে নির্বাচনী কেন্দ্রে যাওয়ার পথে বেশ কিছু দুষ্কৃতী।
কাছাকাছি একটি ভোট কেন্দ্র থেকে কেন্দ্রীয় বাহিনীর কর্মীরা এলে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তবে এই ঘটনার পিছনে কারা রয়েছে তা এখনও জানা যায়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপনির্বাচন উত্তপ্ত হয়ে উঠছে।
ইতিমধ্যে বেশ কিছু জায়গাতে প্রার্থীদের নির্বাচনী কেন্দ্রতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
বেশ কিছু জায়গাতে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যে কারণে অনেক জায়গাতে ভোটপর্বের সময়সীমা বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে। খড়গপুরের কাছে একটি ভোট কেন্দ্রে মেশিন খারাপ থাকায় ভোট পর্ব শুরু হতে সময়ে লেগেছিল বেশ কিছুক্ষণ।