ভুয়ো সংবাদের পরিবেশন রুখতে নয়া ডিজিটাল নীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার (Central Govt)। আগেই সোশ্যাল মিডিয়াগুলিকে (Social Media) নয়া ডিজিটাল নীতি (New Digital Rules) সম্পর্কে বিশদে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। নয়া নীতি নিয়ে সোশ্যাল মিডিয়াগুলি কী অবস্থান নিচ্ছে ১৫ দিনের মধ্যে সবিস্তারে তা জানাতে বলেছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রক (Information and Broadcast Ministry)।
সেই নির্দেশ মতো এবার নয়া ডিজিটাল নীতি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল গুগল(Google), ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ(Whatsapp)। কেন্দ্রের নয়া ডিজিটাল নীতি সম্পর্কে বিস্তারিতভাবে তাঁদের মতামত জানিয়েছে সংস্থাগুলি। যদিও টুইটারের (Twitter) তরফে এখনও কোনও সাড়া মেলেনি। ২৬ মে থেকে কার্যকর করা হয়েছে কেন্দ্রের নয়া ডিজিটাল নীতি।
নয়া ডিজিটাল সংক্রান্ত নিয়মে সোশ্যাল মিডিয়াগুলির অবস্থান জানাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে তিন জন প্রশাসনিক কর্তাকে নিয়োগ করা হয়েছিল। কেন্দ্রের সেই তিন কর্তার কাছেই বিস্তারিতভাবে নয়া ডিজিটাল নীতি সম্পর্কে মতামত জানিয়েছে গুগল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। জানা গিয়েছে, টুইটার বাদে অধিকাংশ সোশ্যাল মিডিয়াই কেন্দ্রের নয়া নীতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে এখনও পর্যন্ত।
নয়া ডিজিটাল নীতি সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javrekar) জানিয়েছিলেন, ভুয়ো তথ্যের পরিবেশন এড়াতে কেন্দ্রীয় সরকার এই নয়া নীতি কার্যকর করতে চাইছে। ভারতবাসীর সুরক্ষার স্বার্থেই কেন্দ্রের এই পদক্ষেপ বলেও দিন কয়েক আগে জানান তিনি। কেন্দ্রীয় সরকারের নয়া ডিজিটাল নীতির ফলে দেশবাসী খুশি বলেও দাবি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের।
নয়া ডিজিটাল নীতি নিয়ে সোশ্যাল মিডিয়াগুলির মতামত জানতে তিন সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ভারতে ব্যবসা করা অধিকাংশ সোশ্যাল মিডিয়া ও প্ল্যাটফর্মগুলি নতুন নিয়ম সম্পর্কে মতামত জানাতে কেন্দ্র নির্ধারিত চিফ কমপ্লায়েন্স অফিসার, নোডাল অফিসার এবং অভিযোগ শোনবার জন্য দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে যোগাযোগ করেছে।
কিন্তু টুইটারের তরফে এখনও সাড়া মেলেনি। কেন্দ্রের নয়া ডিজিটাল নীতি সম্পর্কে তাঁদের মতামত ঠিক কী বা আদৌ কেন্দ্রের নিয়ম-নীতি তাঁরা মেনে চলবে কিনা সেব্যাপারে সংস্থার তরফে এখনও পর্ন্ত কিছু জানানো হয়নি বলেই জানা গিয়েছে।