সাপ্তাহিক লকডাউনের দিনে লকডাউন (Lockdown) উপেক্ষা করে শহর কলকাতার ক্যানেল ইস্টো রোড ও মুরারিপুকুরে খোলা রয়েছে চা ও ছাতুর দোকান। পুলিশ প্রশাসনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে তারা খুলে রেখেছেন তাঁদের দোকান । ক্যানেল ইস্ট রোডে খোলা থাকা চায়ের দোকানে মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এমন এক অপ্রত্যাশিত উত্তর দেন যা শুনে সবাই চমকে যাবেন । তিনি জানিয়েছেন, লকডাউনের দোকান খোলার মূল উদ্দেশ্য গতকাল তার কিছু বেঁচে গিয়েছিল দুধ। তাই সেই দুধ খরচা করার জন্য আজ তিনি লকডাউন উপেক্ষা করে দোকান খুলেছেন এবং সকাল থেকে চা বিক্রিও ভালো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
দোকানের সামনে অনেককেই দেখা গেল যারা সকালবেলায় লকডাউনের দিনে বৃষ্টি মাথায় করে বাইরে বেরিয়েছে চা খেতে। পুলিশ প্রশাসনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে লকডাউন উপেক্ষা করে চলেছেন। অন্যদিকে মুরারিপুকুরে খোলা রয়েছে ছাতুর দোকান। দোকানের মালিককে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে লকডাউন চলছে তাই সংসার চালাতে বাড়ির সামনে দোকান দিয়েছেন । কিন্তু লকডাউনের দোকান খুলেছেন। পুলিশের ভয় তার একেবারেই নেই বলেও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, পুলিশ সেখানে আসেও না। প্রসঙ্গত, যেখানে বারবার করে রাজ্য প্রশাসন এবং পুলিশের তরফ থেকে সাধারণ মানুষকে বারবার করে বলা হচ্ছে তারা যেন অহেতুক বাড়ির বাইরে বের না হন। এবং সমস্ত সর্তকতা বিধি মেনে চলেন। কিছু মানুষ নিজেদের ইচ্ছামত লকডাউন উপেক্ষা করে রাস্তায় বেরিয়ে পড়েছেন বা দোকানপাট খুলছেন। ক্রমশ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বেড়েই চলেছে। কিন্তু তা নিয়ে কিছু মানুষের একেবারেই মাথা ব্যাথা নেই। বার বার করা নিষেধ করা সত্ত্বেও মানুষ এই সাপ্তাহিক লকডাউনের দিনে দোকান খুলে বিক্রি করছেন ।শুধু তাই নয়, বেশ কিছু মানুষ দোকানের সামনে এসে ভিড় জমাচ্ছেন তারাও সমান দোষী দোষী বলে মনে করছে প্রশাসনের একাংশ। কেন তারা বাড়ির বাইরে বের হচ্ছেন ? তাদের কাছে কিন্তু কোনও সদুত্তর নেই।