কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে হাজির হল এনফোর্সমেন্ট ডিরেকক্টরেট (ইডি)। অর্থলগ্নি মামলায় ইডির দায়ের করা এই মামলায় কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইডি। ইডির মতে, হাইকোর্ট ডি কে শিবকুমারের জামিন মঞ্জুর করে ঠিক কাজ করেনি। হাইকোর্ট এই মামলার অপরাধের গভীরতা বুঝতে পারিনি বলে ইডির অভিযোগ। গত ২৩ অক্টোবর ২৫ লাখ টাকার ব্যক্তিগত জামানতে ডিকে শিবকুমারের জামিন মঞ্জুর করে আদালত। পাশাপাশি জামিন মঞ্জুরের সময় আদালত এই মামলার তদন্তে সাহায্য করারও নির্দেশ দিয়েছে শিবকুমারকে। মামলার কোন তথ্যাদি নষ্ট না করারও নির্দেশ দিয়েছে আদালত। এমনকি কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর অর্থলগ্নি মামলায় তাকে ইডি গ্রেফতার করে।
অথচ গত ২৫ সেপ্টেম্বর দিল্লি রাউজ এভিনিউ আদালত ডিকে শিবকুমারের জামিন নামঞ্জুর করে। আদালত স্পেশাল বিচারক অজয় কুমার কুহার জামিন নামঞ্জুর করে জানিয়েছিলেন, এই তদন্তে এখন এক গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে এবং ডিকে শিবকুমার জামিন দেওয়া হলে এই তদন্তের উপর প্রভাব পড়তে পারে। আদালত এও জানিয়েছিল, ডিকে শিবকুমার একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি যেমন মামলা ও সাক্ষীকেও প্রভাবিত করতে পারেন। আদালত জানিয়েছিল, তদন্তকারী সংস্থা স্বতন্ত্রভাবে এই মামলার তদন্ত করতে পারবে এবং জামিন নামঞ্জুর করার বিষয়ে তিনি ব্যক্তিগত স্বতন্ত্রতা উপর নজর দিন রেখেই নির্দেশ দিয়েছেন৷
2019-10-25