আগামী ২৬ মার্চ রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু, দেশে যেভাবে দ্রুত গতিতে কোভিড-১৯ নভেল করোনাভাইরাস (Novel coronavirus) ছড়িয়ে পড়ছে সেই কথা মাথায় রেখে রাজ্যসভা নির্বাচন আপাতত স্থগিত রাখল নির্বাচন কমিশন। অর্থাৎ, আগামী ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাজ্যসভা নির্বাচন হচ্ছে না।
ভারতে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯ জনের, আক্রান্তের সংখ্যা সাড়ে চারশো ছাড়িয়েছে। করোনার প্রেক্ষিতেই ২৬ মার্চের রাজ্যসভা নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ২৬ মার্চের রাজ্যসভা নির্বাচন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।