বাজারে আসছে ভারত বায়েটেকের করোনার নেজাল ভ্যাকসিন। বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে এই ভ্যাকসিন। অর্থাত্ ছুঁট ফোটানোর ব্যথা আর নয়। নাকে কয়েক ফোঁটা ভ্যাকসিন পড়লেই শরীরে তৈরি হবে করোনার সঙ্গে লড়াই করার ক্ষমতা। বিনা পয়সায় পাওয়া গিয়েছিল করোনার ভ্য়াকসিন। কিন্তু এই নেজাল ভ্যাকসিন কিনতে দাম পড়বে কত? এই প্রশ্নটাই এতদিন ঘুরপাক খাচ্ছিল। ভ্যাকসিনটি তৈরি করেছে ভারত বায়েটেক।
ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন iNCOVACC এর দাম বেসরকারি হাসপাতালে পড়বে ৮০০ টাকা। এর সঙ্গে যোগ হবে ৫ শতাংশ জিএসটি। ফলে সবেমিলিয়ে ভ্যাকসিনটির দাম পড়বে ৮৪০ টাকা। এরপরও রয়েছে খরচ। ভ্যাকসিন দেওয়ার খরচ নেবে বেসরকারি হাসপাতাল। এর জন্য হাসপাতাল খরচ নিতে পারবে সর্বোচ্চ ১৫০ টাকা। ফলে সবেমিলিয়ে খরচ হতে পারে ১০০০ টাকা। রাজ্য সরকারগুলি এই ভ্য়াকসিন কিনতে পারবে ৩২৫ টাকা। কো-উইন অ্যাপে এই টিকা বুক করা যাবে।
যারা করোনার জন্য কোভ্যাকসিন ও কোবিশিল্ড নিয়েছেন তারা যেমন নেজাল ভ্যাকসিন নিতে পারবেন তেমনি যারা ভ্যাকসিন এখনও নেননি তারাও এই নেজাল ভ্যাকসিনের দুটি ডোজ নিতে পারবেন। সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির শেষদিকে বাজারে এসে যাবে এই নেজাল ভ্যাকসিন।
উল্লেখ্য, চিন প্রবল গতিতে ছড়াতে শুরু করেছে করোনা। এর মধ্যে ওমিক্রন বিএফ ডট সেভেন এর প্রকোপ সবচেয়ে বেশি। ফলে এনিয়ে সতর্ক কেন্দ্রীয় সরকার। দেশের প্রতিটি রাজ্য ইতিমধ্যেই বিভিন্ন ব্যবস্থা নিতে শুরু করেছে। মুখে মাস্ক, ভিড় এড়িয়ে চলা-সহ করোনার ক্ষেত্রে যেসব সতর্কতা ছিল তা ফের মেনে চলতে বলা হয়েছে। এরকম এক পরিস্থিতিতে যেসব মানুষ খুব সহজেই করোনায় আক্রান্ত হতে পারেন তাদের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।