মারণ করোনা (Corona) ভাইরাসের কোপ এবার রেলেও (Rails) ৷ গত কয়েকদিনে করোনা ভাইরাস নিয়ে প্রবল আতঙ্কের জেরে দূরপাল্লার ট্রেনগুলিতে যাত্রী সংখ্যা কমেছে, তারই জেরে এবার বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। লোকসান এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে৷
মঙ্গলবারই একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতেই ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে৷ আগামী ২৪ ও ৩১ মার্চ হাওড়া থেকে মুম্বইগামী দুরন্ত এক্সপ্রেস (১২২৬২), ২৫ মার্চ ও ১ এপ্রিল মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রেস (১২২৬১), আগামী ২০ মার্চ ও ৩১ মার্চ টাটানগর-রাঁচী-টাটানগর এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷
একইসঙ্গে বাতিল হয়েছে আগামী ২০ মার্চ ও ৩১ মার্চের হাওড়া সুপার এ সি এক্সপ্রেস (১২৮৪৭/১২৮৪৮), বাতিল করা হয়েছে রাউরকেল্লা-বারবিল- রাউরকেল্লা ইন্টারসিটি এক্সপ্রেস৷ বারবিল-ডাংগোয়াপোশি-বারবিল রুটে ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত চলাচল করবে। সাঁতরাগাছি -চেন্নাই সেন্ট্রাল সুবিধা স্পেশাল ২১মার্চ ও ২৮ মার্চের জন্য বাতিল করা হয়েছে। ২০ মার্চ ও ২৭ মার্চের পুরী-সাঁতরাগাছি স্পেশাল এবং ২১ও ২৮ মার্চের সাঁতরাগাছি-পুরী স্পেশাল ট্রেনও বাতিল করার কথা ঘোষণা করেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ।
দেশজুড়ে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে মারণ করোনা ভাইরাস৷ সেই কারণেই অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন৷ আতঙ্কে কেউই এখন বাড়ি ছেড়ে অন্যত্র যেতে চাইছেন না৷ এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতেও ঘোরার ক্ষেত্রে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন৷
খুব প্রয়োজন না পড়লে সাম্প্রতিক পরিস্থিতিতে কেউই বাড়ি বা এলাকা ছেড়ে বাইরে যেতে চাইছেন না৷ সেই কারণেই দূরপাল্লার ট্রেনগুলিতে ক্রমেই কমছে যাত্রী সংখ্যা৷ যাত্রী সংখ্যা কমার জেরেই এবার দূরপাল্লার ট্রেনও বাতিল করার সিদ্ধান্ত নিচ্ছে রেলমন্ত্রক৷