করোনা-সংক্রমণ ৭২-লক্ষ ছুঁইছুঁই, ভারতে মৃত্যু বেড়ে ১,০৯,৮৫৬

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৫,৩৪২ জন, সোমবার সারাদিনে ভারতে মৃত্যু হয়েছে ৭০৬ জনের। যা আগের তুলনায় নিম্নমুখী। তবে, বাড়তে বাড়তে ভারতে ৭২-লক্ষের কাছাকাছি পৌঁছে গেল করোনা-সংক্রমণ। মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৭১,৭৫,৮৮১-এ পৌঁছে গিয়েছে। ভারতে কোভিড-১৯ ভাইরাসে এযাবৎ মৃত্যু হয়েছে ১,০৯,৮৫৬ জনের। এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৬২,২৭,২৯৬ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৩৮ হাজার ৭২৯। ভারতে এই মুহূর্তে মৃত্যু হয়েছে ১.৫৩ শতাংশ করোনা-রোগীর, সুস্থ হয়েছেন ৮৬.৭৮ শতাংশ রোগী এবং চিকিৎসাধীন ১১.৬৯ শতাংশ রোগী।


ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে নিম্নমুখী হলেও, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পঞ্জাব, কর্ণাটক, পশ্চিমবঙ্গ-এমনই বেশ কয়েকটি রাজ্যের করোনা-পরিস্থিতি ভাবিয়ে তুলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১,০৯,৮৫৬ জনের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে, অন্ধ্রপ্রদেশে ৬,২৫৬ জনের মৃত্যু হয়েছে, অরুণাচল প্রদেশে ২৪ জন, অসমে ৮২৬ জন, বিহারে ৯৫৫ জনের, চন্ডীগড়ে ১৯২ জন, ছত্তিশগড়ে ১২৮৬ জন, দাদর ও নগর হাভেলি এবং দমন ও দিউতে দু’জনের মৃত্যু হয়েছে, দিল্লিতে মৃত্যু হয়েছে ৫,৮০৯ জনের, গোয়া ৫১১ জন, গুজরাটে ৩,৫৭৪ জনের, হরিয়ানায় ১,৫৯২ জনের, হিমাচল প্রদেশে ২৫১ জনের, জম্মু-কাশ্মীরে ১,৩৩৩ জনের, ঝাড়খণ্ডে ৭৯৮ জনের, কর্ণাটকে ১,০০,৩৬ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ১,০২৫ জন, লাদাখে ৬৪ জন, মধ্যপ্রদেশে ২,৬৪৫ জন, মহারাষ্ট্রে ৪০,৫১৪ জনের মৃত্যু হয়েছে, মণিপুরে ৯৩ জন, মেঘালয়ে ৬৪ জন, নাগাল্যান্ডে ১৮ জন, ওডিশায় ১,০৪০ জনের, পুদুচেরিতে ৫৬৫ জন, পঞ্জাবে ৩,৮৬০ জন, রাজস্থানে ১,৬৬৫ জনের, সিকিমে ৫৭ জন, তামিলনাড়ুতে ১,০৩,১৪ জন, তেলেঙ্গানায় ১,২৩৩ জন, ত্রিপুরায় ৩১৭ জন, উত্তরাখণ্ডে ৭৬২ জন, উত্তর প্রদেশে ৬,৪৩৮ জন এবং পশ্চিমবঙ্গে ৫,৬৮২ জন প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.