নিজামুদ্দিনের (Nizamuddin)পর ভারতে করোনায়(corona) গোষ্ঠী সংক্রমনের আতঙ্ক সবচেয়ে বেশি বাড়িয়েছে মুম্বাইয়ের ধারাভি বস্তি। ২৪ ঘণ্টারও কম সময়ে ধারাভি বস্তিতে সন্ধান মিলল আরও ১ করোনা (corona) আক্রান্তের।
এশিয়ার বৃহত্তম এই বস্তিতে করোনারি গতি রোদ করাই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবারই করোনখয় আক্রান্ত হয়ে ধারাভিতে মৃত্যু হয়েছে এক ৫৬ বছরের বাসিন্দার। জানা গেছে তার বিদেশ যাত্রার কোনো যোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে তার বাড়ি। তার পরিবারের সকলকে কোয়ারেন্টিন করা হয়েছে।
নিজামুদ্দিন (Nizamuddin) এরপর গোটা দেশের হটস্পট হয়ে উঠেছে মুম্বাইয়ের এই ধারাভি বস্তি। এই বস্তিতে দশ লক্ষেরও বেশি মানুষ বাস করেন। খুব ছোট ছোট ঘর এখানে। গাদাগাদি করে গায়ে গা লাগিয়ে মানুষ বাস করেন এই বস্তিতে। একজায়গায় কাপড় কাচা, শৌচালয়। ফলে করোনা মোকাবিলায় এই বস্তিতে কিভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব তা নিয়ে দুশ্চিন্তায় প্রশাসন।