দুই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। পাশাপাশি কৃষকদের উন্নয়নের লক্ষ্যে বাড়ানো হয়েছে রবি শস্যের ন্যূনতম সহায়ক মূল্য। গম এবং বার্লির দাম কেজি প্রতি বাড়ানো হয়েছে ৮৫ টাকা।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, বিএসএনএল এবং এমটিএমএলকে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আকর্ষণীয় ভিআরএস প্যাকেজও নিয়ে আনা হবে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাকে বেসরকারিকরণ করা হবে না, তা সাফ জানিয়ে দেন তিনি। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন আগামী দুই বছরের মধ্যে লাভের মুখ দেখবে বিএসএনএল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকা কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, প্রধানমন্ত্রী কৃষি যোজনা থেকে উপকৃত হয়েছে দেশের আট লক্ষ কৃষক।
2019-10-23