কে বলবে ব্রাজিল (Brazil Football Team News) পাঁচবারের বিশ্বকাপজয়ী দল! যে রেকর্ড আর বিশ্বের কোনও দলের নেই, সেই সেলেকাওদের সোনালি দিন আজ অতীত, ব্রাজিল যেন আজ ধুঁকছে! অনেকদিন ধরেই পেলের দেশের ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না। দলে একপ্রকার পরিবর্তনের হাওয়া লেগেছে।
কোচ দোরিভাল জুনিয়রের পৌরহিত্য়ে শুরুটা উড়ন্ত হলেও সময়ের সঙ্গে তা মাটিতে নেমে এসেছে। চলতি বছর মহাদেশীয় আসরে শেষ চারেও যেতে পারেনি ব্রাজিল। হারতে হয়েছিল উরুগুয়ের কাছে। বছরের শেষ ম্যাচেও সেই একই প্রতিপক্ষের কাছে হতাশাজনক ড্র করেছে সেলেসাওরা। ডুবন্ত ব্রাজিলকে বাঁচাতে মরিয়া সেই দেশের কিংবদন্তি রোনাল্ডো নাজারিয়ো। রোনাল্ডো দেশের ফুটবলের এই চরম দুর্দশা দেখে রীতিমতো হতাশ। ভুবনজয়ী স্ট্রাইকারের মতে, বিরাট পরিবর্তনের কোনও বিকল্প নেই। আর সেটা করতে নিতে নিজে চান বড় দায়িত্বও। রোনাল্ডো সাফ বলে দিলেন যে, আগামী দিনে তিনি নিজেকে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি পদে দেখতে চান।
রোনাল্ডো তাঁর ফেনোমেনোস ফাউন্ডেশনের এক নিলামের অনুষ্ঠানে এসে তাঁর সুপ্ত বাসনার কথা জানিয়েছেন, ৯ নম্বর জার্সিধারী বলেন, ‘গত কয়েক বছর ধরেই আমি সিবিএফ সভাপতি হওয়ার ব্যাপারে আমার ইচ্ছার কথা বলে আসছি। তবুও এতে পরিবর্তন আসেনি। আমি সঠিক মুহূর্তের অপেক্ষায় আছি, আমি ১০০ শতাংশ প্রস্তুত। ব্রাজিলিয়ান ফুটবলে একটা বিরাট পরিবর্তন দরকার। আমি সভাপতি পদের প্রার্থী নই, এমনকী সামনেও কোনোও নির্বাচন নেই। এটা শুধুই আমার ইচ্ছা।’
ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) পরবর্তী নির্বাচন ২০২৬ সালের মার্চে হবে। তার আগে রোনাল্ডোর বিরাট বার্তাই বলে দিচ্ছে, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, যদি সিবিএফের সভাপতি হন রোনল্ডো, তাহলে তাঁর প্রথম কাজই হবে কোচ বদল। রোনাল্ডোর পাখির চোখ এখন পেপ গুয়ার্দিওলার দিকে, যিনি ২০২৭ সাল পর্যন্ত ম্য়াঞ্চেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ। তাঁকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগের আপ্রাণ চেষ্টা চালাবেন রোনাল্ডো।