বাউন্ডারির সেঞ্চুরি: বিরাট-বাবররা যা করে দেখাতে পারেননি, T20 ক্রিকেটে তেমনই নজির গড়লেন রিজওয়ান

1/6ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৫২ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলার পথে পাক ওপেনার মহম্মদ রিজওয়ান মোট ১০টি চার মারেন। সেই সুবাদে ২০২১ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি চার মারার নজির গড়ে বসেন তিনি। রিজওয়ানই একমাত্র ক্রিকেটার, যিনি এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চার মারার সেঞ্চুরি করলেন।

এতদিন এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি ৯০টি চার মারার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের নামে। আইরিশ তারকা ২০১৯ সালে এই ফর্ম্যাটে মোট ৯০টি বাউন্ডারি মেরেছিলেন।
2/6এতদিন এক ক্যালেন্ডার বর্ষে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবথেকে বেশি ৯০টি চার মারার রেকর্ড ছিল আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের নামে। আইরিশ তারকা ২০১৯ সালে এই ফর্ম্যাটে মোট ৯০টি বাউন্ডারি মেরেছিলেন।
পাক অধিনায়ক বাবর আজম চলতি বছরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৯টি বাউন্ডারি মেরেছেন। সুতরাং, তিনিও স্টার্লিংকে টপকে যেতে পারেন পরের ম্যাচেই।
3/6পাক অধিনায়ক বাবর আজম চলতি বছরেই আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ৮৯টি বাউন্ডারি মেরেছেন। সুতরাং, তিনিও স্টার্লিংকে টপকে যেতে পারেন পরের ম্যাচেই।
আয়ারল্যান্ড দলে পল স্টার্লিংয়ের সতীর্থ তথা অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ২০১৯ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭১টি চার মারেন।
4/6আয়ারল্যান্ড দলে পল স্টার্লিংয়ের সতীর্থ তথা অধিনায়ক অ্যান্ড্রু বলবির্নি ২০১৯ সালে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৭১টি চার মারেন।
বিরাট কোহলি ২০১৬ সালে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে মোট ৭০টি বাউন্ডারি মেরেছিলেন।
5/6বিরাট কোহলি ২০১৬ সালে দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে মোট ৭০টি বাউন্ডারি মেরেছিলেন।
শিখর ধাওয়ান ২০১৮ সালে কোহলির মতোই ৭০টি চার মারেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।
6/6শিখর ধাওয়ান ২০১৮ সালে কোহলির মতোই ৭০টি চার মারেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.