সাধারন গরীব মানুষদের জন্য প্রধানমন্ত্রীর আবাস যোজনায় দূর্ণীতি, শাসক দলের নেতাদের কাটমানির নেওয়া, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাদের দলীয় কাজে ব্যবহারের অভিযোগ ও একশো দিনের কাজ চালুর দাবীতে আন্দোলন শুরু করল বিজেপি।
মঙ্গলবার দলের বাঁকুড়ার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতা অমর শাখার নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল পরিচালিত রামসাগর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দেন।
এদিন বিজেপির রামসাগর অঞ্চল কার্যালয় থেকে মিছিল করে গ্রাম পঞ্চায়েতে পৌঁছান। পরে সেখানে এক পথ সভায় বক্তব্য রাখেন দলীয় নেতৃত্ব। পরে দলের এক প্রতিনিধি দল প্রধান চম্পা বাউরীর কাছে তাদের দাবীপত্র তুলে দেন।
বিজেপি নেতা অমর শাখা এদিন অভিযোগ করে জানিয়েছেন, তৃণমূল পরিচালিত রামসাগর গ্রাম পঞ্চায়েতে সরকারী প্রকল্পের উপভোক্তাদের কাছ থেকে শাসক দলের নেতারা ‘কাটমানি’ নিচ্ছেন। এমনকি স্বয়ম্ভর গোষ্ঠীর সদস্যাদের তৃণমূল দলীয় কাজে ব্যবহার করছেন বলেও তার অভিযোগ।
জনগণের দ্বারা নির্বাচিত এই পঞ্চায়েত নয়, তৃণমূল দুষ্কৃতিরা এই পঞ্চায়েত জোর করে দখল করে নিজেদের ‘আড্ডা খানা’য় পরিনত করেছে বলেও তার দাবী। গরীব অসহায় মানুষদের কাছ থেকে তৃণমূল দুস্কৃতিরা যাতে একটি টাকাও নিতে না পারে সে ব্যাপারে তারা সচেষ্ট থাকবেন বলেও তিনি জানান।