ফের বাড়ল তাপমাত্রা। পারদ বেড়ে ৩৭-এর ঘরে। চৈত্র সংক্রান্তি ও বাংলা বর্ষবরণে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা! বুধবার থেকে শনিবার কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে জানা গিয়েছে। ৪০ ডিগ্রির ঘরে থাকতে পারে কলকাতার তাপমাত্রা।
সোমবার ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার থেকেও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দুই এক জেলায় খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে
দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমের রাজ্যগুলির মত গাঙ্গেয় বঙ্গেও শুকনো গরম অর্থাৎ লু এর মতো হাওয়া দেবে। ১৫ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। এই গরমে ত্বকে জ্বলুনী ভাব আসতে পারে।