মুকুল রায়ের দলবদল নিয়ে একের পর এক কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলা বিজেপি নেতৃত্ব। কেউ এড়িয়ে গিয়েছেন,কেউ আবার তুলোধুনো করেছেন দলের সর্বভারতীয় সহ-সভাপতিকে।রায় সাহেবের ‘ঘরে’ ফেরা নিয়ে এবার মুখ খুললেন বাবুল সুপ্রিয়।
শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় মুকুল রায়কে ঠুকে একটি পোস্ট করেছেন বাবুল। তাতে তিনি লিখেছেন, “মুকুলদা যে ধরনের ‘গভীর জলের মাছেদের’ সঙ্গে ঘোলাজলে সাঁতার কাটতে ভালবাসেন, সেখানেই খুশি মনে ফিরে গেছেন এটা বেশ ভালোই হয়েছে।”
তবে এখানেই শেষ নয়, বাবুল আরও বলেছেন, রাজনীতিতে দল অনেকেই বদলায়। “কিন্তু ব্যাডমিন্টনের শাটল-এর মতো এদিক ওদিক করার একটা বয়সও তো আছে। আত্মসম্মান ব্যাপারটা না হয় ছেড়েই দিলাম।”
গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মন্ত্রী ফেসবুক পোস্টে দাবি করেছেন মুকুল রায়দের মতো মানুষের জন্যেই রাজনৈতিক নেতাদের অপছন্দ করেন সাধারণ মানুষ। তাঁদের থেকে ‘নৈতিক’ কিছু আর আশা করা যায় না ঠিক এই কারণেই। এতে সাধারণ মানুষকে আর দোষ দেওয়া যায় না বলেই মত বাবুলের।
দীর্ঘ ৩ বছর ৮ মাসের বিচ্ছেদের পর গতকাল ফের তৃণমূল কংগ্রেসে ফিরেছেন মুকুল রায়। সঙ্গে ছিলেন তাঁর ছেলে শুভ্রাংশুও। বাংলার ভোটে বিপর্যয়ের পর এটাই সম্ভাবত গেরুয়া দলের সবচেয়ে বড় ভাঙন।
গতকালের ঘটনার পর একে একে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। যুব সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেছেন, মুকুল রায়কে চাণক্যের আসনে বসিয়ে পাপ করেছেন তিনি। মস্তক মুণ্ডন করে সেই পাপ খণ্ডনের কথাও জানিয়েছেন সৌমিত্র খাঁ। এছাড়া রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এতে দলের কোনও আসে যায় না। কারণ বিজেপি একজনের দল নয়।
সেই ধারায় মুখ খুলেছেন বাবুলও। রাজনীতির পথে এই নতুন যাত্রার জন্য মুকুল রায়কে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।