বাংলাদেশে ফের একটি মন্দিরে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে খবর। সে দেশের পুলিশ জানিয়েছে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বন্ধের পাড়ায় শুক্রবার স্থানীয় রাধা গোবিন্দ মন্দিরে হামলা হয়। মন্দিরের সাত সাতটি মূর্তি সম্পূর্ণ ভেঙ্গে ফেলা হয়েছে।
জানাগেছে, হামলার ঘটনায় দুটি মূর্তির মাথা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, তিনটি প্রতিমা ভেঙ্গে ফেলা হয়েছে। শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, চলতি বছরে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার ২২০০ টির বেশি মামলা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, প্রকৃত সংখ্যা অনেক বেশি। ময়মনসিংহ জেলার ঘটা ঘটনায় থানার ওসি ও উপজেলা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে গিয়েছিল। সেখানকার পুলিশ জানিয়েছে, মামলা দায়ের করা হচ্ছে, তবে হামলাকারীদের পরিচয় জানা যায়নি। ফলে পুলিশের রিপোর্টেও হামলাকারীদের পরিচয় উল্লেখ নেই।
দুই সপ্তাহ আগে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরে গিয়ে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা নিয়ে ভারত সরকারের উদ্বেগের কথা জানিয়ে আসেন। তারপর বাংলাদেশ সরকার কিছু পদক্ষেপ করেছিল। হামলার ঘটনা কিছুদিন বন্ধ ছিল। কিন্তু এবার আবার হামলা হলো হিন্দু মন্দিরে।