পিংক বল টেস্টের জন্য সদ্য কলকাতায় ঘুরে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। সেই পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অনুপম হাজরা। ইডেনের আলো থেকে একটি দূরেই বাংলায় কত অন্ধকার, সেটা শেখ হাসিনাকে দেখাতে পারতেন বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তিনি।
সদ্য আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়েচিলেন অনুপম। এরপরই ফেসবুকে এই পোস্ট করেছেন তিনি। লিখেছেন, “আহারে বাংলা”র ঠিক পাশেই অনাহারে অনশনে থাকা পার্শ্ব শিক্ষকদের অবস্থাটাও একটু দেখি যেতে পারতেন। তাহলে শেখ হাসিনা জিও উপলব্ধি করতে পারতেন উজ্জ্বল আলোকময় ইডেনের কিছুটা দূরত্বে বাংলায় কতটা অন্ধকার।”
সমকাজে সমবেতনের দাবিতে অনশন আন্দোলনরত রাজ্যের পার্শ্বশিক্ষকরা। এই অনশন আন্দোলনে রাজ্যের পার্শ্বশিক্ষকদের অন্যতম রেবতী রাউত নামে এক পার্শ্ব শিক্ষিকার মৃত্যুও হয়েছে। আন্দোলনকারীদের দাবি, আন্দোলন তার নিজস্ব গতিপথ পেয়ে গেছে। যে আবেগ তৈরি হয়েছে তা রোখার সাধ্য নেই প্রশাসনের।
গত বৃহস্পতিবার এই অনশন মঞ্চে এসে হাজির হন অনুপমবাবু। মঞ্চে উঠেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলার দুরাবস্থার কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই রাজ্যে আইন শৃঙ্খলার কথা আর নাই বা বললাম। এখন তো আইপিএস আইএএসরা চাকর বাকর হয়ে গিয়েছেন। পার্টির কাজ করতে করতে জনগণের কাজটাই ভুলতে বসেছেন।’
তিনি আরও বলেন, ‘অনশন মঞ্চ থেকে ফিরে গতকাল মারা গিয়েছেন এক শিক্ষিকা। এই মৃত্যুর দায় সম্পূর্ণ শিক্ষামন্ত্রীর। এই মৃত্যুর দায় তাঁকে নিতেই হবে। আরও দুইজন ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের কিছু হলে সেটার দায় নেবেন তো শিক্ষামন্ত্রী। এই লজ্জা লুকোবার কোনও জায়গা নেই। আমি ধিক্কার জানাই এই সরকারকে।’
প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা বলেন, ‘রাজ্য সরকারের এ হেন লাঞ্ছনা,বঞ্চনা সারা ভারত দেখছে। অধ্যাপকদের এখন অনশনে বসতে হচ্ছে এর থেকে লজ্জার কিছু হয় না।’
অন্যদিকে ইডেনে হয়ে গেল ঐতিহাসিক গোলাপি বলের দিন-রাতের টেস্ট। যে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসাথে দুজনে বেল বাজিয়ে এই খেলার উদ্বোধন করেন। খোশমেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে বসে খেলা দেখেন। তারপরই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অনুপম।