ভারতে মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্বেও মারণ এই ভাইরাসকে হারানোই যাচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল নরেন্দ্র মোদী সরকার। বৈঠকে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সোমবার সূত্র মারফত এমনই জানা গিয়েছে। আগামী ৪ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ এই ভার্চুয়াল বৈঠক হবে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, সংসদের দুই কক্ষের বিভিন্ন রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের এই বৈঠকে ডাকা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটায় এই বৈঠক হবে। সংসদীয় বিষয়কমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই সংসদীয় দলনেতাদের কাছে আমন্ত্রণ পৌঁছে গিয়েছে। করোনা পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয় সর্বদলীয় বৈঠক ডাকল সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী-সহ সরকারের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
2020-11-30