মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অজিত পাওয়ার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর পাওয়া যাচ্ছে। মঙ্গলবারই সুপ্রিম কোর্ট জানিয়েছে যে বুধবারই ফ্লোর টেস্ট করতে হবে। এরপরই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
এদিন দুপুর সাড়ে ৩টেয় সাংবাদিক বৈঠক করবেন দেবেন্দ্র ফড়নবিশ। গত শনিবারই মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ফড়নবিশ।
অজিত পাওয়ারের ইস্তফার কথা যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের পর ইতিমধ্যেই মোদীর সঙ্গে বৈঠক সেরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটায় আস্থা ভোট হবে। যেখানে কোন গোপন ব্যালট ব্যবহার করা যাবে না।
পাশাপাশি আদালত এও নির্দেশ দিয়েছে, ফ্লোর টেস্টের লাইভ টেলিকাস্ট বাধ্যতামূলক। এদিনের রায় ঘোষণার সময় আদালতের দুই নম্বর কক্ষে তিলধারণের জায়গা ছিল না। প্রোটেম স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
শনিবারই মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ। রাজভবনে গিয়ে শপথ নেন তিনি।
উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি-র অজিত পাওয়ার। যদিও শরদ পাওয়ার জানান, অজিত পাওয়ার তাঁর ব্যক্তিগত সিদ্ধান্তে বিজেপিকে সমর্থন করছেন, এতে তাঁর কোনও সমর্থন নেই।