ভারত থেকে বিভিন্ন মোবাইল সংস্থার মোবাইল রফতানি হওয়ার বিষয়কে কেন্দ্র করে বড়ো খবর শোনালেন ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। নিজ মন্তব্যে তিনি জানালেন এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছা। তাঁর কথায় আমাদের দেশের প্রধানমন্ত্রী ভারত থেকে হওয়া মোবাইল রফতানির গ্রাফকে ঊর্ধ্বমুখী হতে দেখতে চান।
ইলেকট্রনিক্স ও আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন যাতে ২০২৩ সালে ১ লক্ষ কোটি টাকার মোবাইল ফোন রফতানি করুর ভারত। ভারতের রফতানি করা পণ্যের তালিকায় প্রথম দশে মোবাইলকে দেখতে চাইছেন নরেন্দ্র মোদী”।
এদিকে, ভারত থেকে ইতিমধ্যে অ্যাপল এবং স্যামসাংয়ের মোবাইল রফতানি হচ্ছে। এই প্রসঙ্গ টেনেই তিনি আরও জানালেন, “আমাদের মোবাইল ফোনের সাফল্যের পরিপূরক হিসেবে আমরা ইলেকট্রনিক পণ্যের উৎপাদনের ইকোসিস্টেমকে প্রসারিত করতে চলেছি। সেমিকন্ডাক্টর উৎপাদনের ক্ষেত্রে প্রসার ঘটানোর জন্য কৌশল তৈরি হচ্ছে। এটা খুবই স্পষ্ট যে আমরা আমাদের উৎপাদন শিল্পকে আরও প্রসারিত করতে চাই। মোবাইলের পাশাপাশি আমরা আইটি সার্ভার এবং হার্ডওয়্যার স্পেস, পরিধানযোগ্য এবং শ্রবণযোগ্য পণ্যের (ব্লুটুথ নেকব্যান্ড, ইয়ারপড, স্মার্টওয়াচ ইত্যাদি) ক্ষেত্রে ভালো করতে চাই। এই সমস্ত ক্ষেত্র বিশ্বব্যাপী দ্রুত বৃদ্ধি পাচ্ছে”।