৯০০ কোটির মাদক উদ্ধার দিল্লিতে, আন্তর্জাতিক চক্রের যোগ থাকার ইঙ্গিত! কুরিয়ার অফিসে হানা দিয়ে ধৃত ২

নারকোটিক্‌স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-র অভিযানে শুক্রবার দিল্লি থেকে বাজেয়াপ্ত হয়েছে ৮২ কেজিরও বেশি মাদক। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ৯০০ কোটি টাকা। পশ্চিম দিল্লির নাঙ্গলই এবং জনকপুরী এলাকায় শুক্রবার অভিযান চালিয়েছিলেন এনসিবির আধিকারিকেরা। ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে দু’জনকে। সূত্রের খবর, একটি ক্যুরিয়ার অফিস থেকে ওই মাদক বাজেয়াপ্ত হয়েছে। সেটি অস্ট্রেলিয়ায় পাঠানোর পরিকল্পনা ছিল। তা থেকে আধিকারিকদের অনুমান, এই মাদক কারবারিদের সঙ্গে আন্তর্জাতিক কোনও চক্রের যোগ থাকতে পারে।

সম্প্রতি দিল্লির বিভিন্ন প্রান্ত থেকে মাদক পাচারের অভিযোগে একাধিক গ্রেফতারির ঘটনা ঘটেছে। গত মাসেও প্রায় ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছিল দিল্লিতে। অক্টোবর মাসে দিল্লি পুলিশের ওই অভিযানে উদ্ধার হয়েছিল ৫০০ কেজিরও বেশি মাদক। মাদক পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছিল চার জনকে। তার আগে সেপ্টেম্বরেও দিল্লি বিমানবন্দর থেকে মাদক উদ্ধার হয়েছিল। দিল্লির তিলকনগর থেকে পৃথক একটি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল দু’জন আফগান নাগরিককে। এর পর ফের দিল্লি থেকে প্রায় ৯০০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত হল।

রাজধানীতে মাদকের কারবার বন্ধ করতে গত বৃহস্পতিবার দিল্লি পুলিশ শহরের একাধিক জায়গায় হানা দিয়েছিল। মাদক ব্যবসার সবচেয়ে বেশি অভিযোগ আসে, এমন অন্তত ৬৪টি ‘হটস্পট’ চিহ্নিত করে অভিযানে নেমেছিল দিল্লি পুলিশ। হানা দেওয়া হয়েছিল ৯০৭টি এলাকায়। মাদক বিরোধী অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ৭০০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করেছিল পুলিশ। দিল্লির স্পেশাল পুলিশ কমিশনার (অপরাধ) দেবেশচন্দ্র শ্রীবাস্তব জানিয়েছিলেন, মোট ১৫টি জেলায় অভিযান চালিয়ে ওই সন্দেহভাজনদের পাকড়াও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.