কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে ভারতের বিভিন্ন রাজ্যে। করোনা-সংক্রমণ রুখতে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রিবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। ফলে, ২৩ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। রেল মন্ত্রকের এই ঘোষণার পরবর্তী দিনই, সোমবার জনশূন্য দেশের ব্যস্ততম সমস্ত রেল স্টেশন। সোমবার সকাল থেকেই জনশূন্য মহারাষ্ট্রের নাগপুর রেল স্টেশন, চেন্নাইয়ের (তামিলনাড়ু) এম জি রামচন্দ্রন রেল স্টেশন, পশ্চিমবঙ্গের খড়দহ স্টেশন, শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন, নয়াদিল্লি রেল স্টেশন, পাটনা রেল স্টেশন, বারাণসী রেল স্টেশন প্রভৃতি। অন্যান্য দিন, বিশেষ করে সপ্তাহের প্রথম দিন সোমবার এই সমস্ত স্টেশনে যাত্রীদের ভিড় থেকে চোখে পড়ার মতো। কিন্তু, ২২ মার্চের সকাল একেবারে বিপরীত। যাত্রীদের উপস্থিতি তো দূরের কথা, স্টেশনে যে সমস্ত স্টল রয়েছে, সেখানেও কেউ উপস্থিত ছিলেন না।
2020-03-23