২২ বছর পর ঢাকায় ২২ হাজার মানুষের সামনে খেলবে ভারত, বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও দলের সেরাটা চাইছেন কোচ

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ছিটকে গিয়েছে ভারত। মঙ্গলবার তারা বাংলাদেশের বিরুদ্ধে যোগ্যতা অর্জন পর্বের পঞ্চম ম্যাচে খেলতে নামবে। ২২ বছর পর ঢাকায় খেলতে নামবে ভারতীয় ফুটবল দল। নিয়মরক্ষার ম্যাচেও সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ফলে ভারতকে খেলতে হবে ২২ হাজার দর্শকের সামনে। গুরুত্বহীন ম্যাচেও দলের থেকে সেরাটা চাইছেন খালিদ জামিল।

ম্যাচের আগের দিন তিনি বলেন, “আমরা বাংলাদেশে খেলার সুযোগ পেয়ে খুশি। খুব ভাল লাগছে এসে। বাংলাদেশ শক্তিশালী দল। তাই ভাল একটা ম্যাচের আশায় রয়েছি।” পাশেই ছিলেন গোলকিপার সাহিল। তিনি বলেন, “একটা গুরুত্বপূর্ণ ম্যাচে নামব। প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি।”

এই নিয়ে ৩০তম বার মুখোমুখি হতে চলেছে ভারত এবং বাংলাদেশ। ভারত জিতেছে ১৪টি, হেরেছে চারটি এবং ড্র করেছে ১১টি ম্যাচে। শিলংয়ে প্রথম পর্বের ম্যাচে গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচেই বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজ়া চৌধুরির।

গুরুত্বহীন ম্যাচ বলে সাত জন তরুণ ফুটবলারকে দলে ডেকেছেন জামিল। কারওরই দেশের হয়ে অভিষেক হয়নি। সাহিলের পাশাপাশি হৃত্বিক তিওয়ারি, পরমবীর, লালরেমলুয়াঙ্গা ফানাই, মহম্মদ সানান এবং ব্রাইসন ফার্নান্ডেজ় রয়েছেন। অভিষেক হতে পারে রায়ান উইলিয়ামসেরও। জামিল বলেছেন, “প্রত্যেকে কঠোর পরিশ্রম করেছে। নতুন ফুটবলারেরা এই ম্যাচের গুরুত্ব জানে। ওরা অনুশীলনে নিজেদের সেরাটা দিচ্ছে। তাই যাকেই সুযোগ পাব খেলিয়ে দেব।”

গ্রুপে চার ম্যাচে দু’পয়েন্ট রয়েছে ভারতের। বাংলাদেশেরও তাই। ফলে দুই দেশই খেলবে ফিফা র‌্যাঙ্কিং পয়েন্ট বাড়ানোর জন্য। ২০০৩ সালের পর আবার ঢাকায় খেলতে নামবে ভারত। ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। জামিল বলেছেন, “আমরা জানি ম্যাচটা বেশ চাপের হতে চলেছে। তবে আমাদের মনঃসংযোগ ধরে রাখতে হবে এবং জেতার চেষ্টা করতে হবে।”

মঙ্গলবার সন্ধ্যা ৭.৩০টা থেকে ম্যাচ। দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.