নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিসের ব্যাপারে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলছিল। কিন্তু প্রথমটায় সম্মতি দেয়নি রিজার্ভ ব্যাংক। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে কিছুটা এগিয়েছে সেই প্রক্রিয়া। এই পেমেন্ট সার্ভিসের সঙ্গে গাঁটছড়া বাঁধতে প্রস্তুর স্টেট ব্যাংক।
২০১৮-র ফেব্রুয়ারি থেকে বেশ কিছু বেসরকারি ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে হোয়াটসঅ্যাপ তাদের পেমেন্ট সার্ভিসের বেটা ভার্সান চালু করেছে ভারতে। সম্প্রতি ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গও জানিয়েছেন যে শীঘ্রই ভারতের এই পেমেন্ট সার্ভিস চালু হতে চলেছে। তিনি আরও জানিয়েছেন যে, ভারতে বহু মানুষ এই পেমেন্টে আগ্রহী। তাই পরীক্ষা-নিরিক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই।
চলতি বছরের শুরুতে আরবিআই জানায় যে হোয়াটসঅ্যাপ পেমেন্ট সার্ভিসে তারা সম্মতি দিচ্ছে না। কারণ, রিজার্ভ ব্যাংকের সব শর্ত মানা হচ্ছে না। পরে অগস্ট মাসে এই বিষয়ে হলফনামা দিতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
এই পেমেন্ট সার্ভিস যে যথেষ্ট জনপ্রিয় হবে, তা অনুমান করা যাচ্ছে। ভারতের প্রত্যেকদিন অন্তত ২৩০ মিলিয়ন মানুষ এই মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। এবার সেখানেই থাকবে পেমেন্ট বাটন। তাই আগামী পাঁচ বছরে এই পেমেন্ট সার্ভিস একটা বড় জায়গা করে নেবে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।