হিম্মত থাকলে পাকিস্তানকে নাগরিকত্ব দেওয়ার কথা ঘোষণা করুক কংগ্রেস: মোদী

কংগ্রেস দেশে মুসলিমদের ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার বরহেটে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী বলেন, নাগরিকত্ব বিল এবং এনআরসি মানুষকে ভুল বোঝাছে কংগ্রেস। যদি কংগ্রেসের হিম্মত থাকে তবে খোলাখুলি বলুক পাকিস্তান থেকে যাঁরাই আসবে, তাঁদের নাগরিকত্ব দেবে। যদি এই ঘোষণা করে তারপরে ভারতীয় জনতাই ঠিক করে দেবে কি করণীয়।

জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন সব কাজ শান্তিতে হচ্ছে তাই বিরোধীদের পেটে অশান্তি সৃষ্টি হয়েছে। এর আগে সংবিধানের ৩৭০ ধারা বিরোধিতা করেছেন। এখন দেখুন জম্মু-কাশ্মীর শান্ত হয়ে গিয়েছে। জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়েছে। অথচ এই লোক গুলো মিথ্যে কথা বলে এবং ভুল বুঝিয়ে রাজনীতি করে এসেছে। মোদি আরও বলেন, আর এখন এই বিরোধীরা নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মিথ্যে কথা বলছেন এবং মানুষকে ভুল বোঝাচ্ছেন। কংগ্রেস এবং তার সহযোগীরা মুসলমানদের মনে আতঙ্ক তৈরি করছেন। 

এদিনের সভা থেকে লাগাতার কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ঝাড়খণ্ডের মর্যাদা কোনওদিন বোঝেনি কংগ্রেস। আমরা ঝাড়খণ্ডের ভাষা, সংস্কৃতি ও উন্নয়নের দিকে সর্বদা নজর রেখেছে। উল্লেখ্য চতুর্থ দফায় ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের ১৬ টি আসনে নির্বাচন রয়েছে। এদিন সেই নির্বাচন উপলক্ষে জনসভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.