অযোধ্যার ইতিহাস নিয়ে এবার সিনেমা বানাতে চলেছে রাজ্য বিজেপি। দলের রাজ্য সদর দফতরে কান পাতলে এমনটাই কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, অযোধ্যার ইতিহাস নিয়ে তৈরি হবে এই ছবি। যা মুক্তি পাবে ২০২০ সালের মাঝামাঝি সময়ে।
ছবিতে অযোধ্যায় রামচন্দ্রের ইতিহাসের পাশাপাশি বাবরি মসজিদ ধ্বংসের দিকটাও থাকবে। ছবিতে থাকবেন কলকাতার রামকোঠারি ও শরদ কোঠারি দুই শহিদের প্রসঙ্গও। তবে ছবিটিতে বেশি প্রাধান্য পাবে রাজনৈতিক প্রসঙ্গ। বাবরি মসজিদ ধ্বংসের সময় দেশে কংগ্রেসের শাসনকাল ছিল। তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত পিভি নরসিমা রাও। রামমন্দির তৈরি নিয়ে তার সরকারের ভূমিকাও ছবিতে দেখানো হবে। দেখানো হবে এরাজ্যের বাম সরকারের ভূমিকাও। রামমন্দিরের দাবিতে প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানির ভূমিকাও থাকবে। প্রাক্তন উপপ্রধানমন্ত্রীর রামমন্দির নির্মাণের দাবিতে রথযাত্রা সারাদেশে কিভাবে জনজোয়ার সৃষ্টি করেছিল তাও থাকবে ছবিতে। ছবির শেষে রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই জায়গা পাবে।
তবে রাজনৈতিক মহলের একাংশের মত ২০২১ এর কথা মাথায় রেখে এমন ছবি বার করতে চাইছে রাজ্য বিজেপির কয়েজন নেতৃত্ব। রামমন্দির মামলার ফয়সালা হতেই এই ইস্যুতে নিজেদের সাফল্য দেখতে শুরু করেছেন বিজেপি নেতারা। তারপর রামমন্দির নিয়ে বিজেপি নেতাদের আন্দোলন ফের মানুষের সামনে তুলে ধরলে তাতে হিন্দু ভোটের সুফল পাওয়া যাবে বলে মনে করছে দলের একাংশ। যদিও রামমন্দির নিয়ে ছবি তৈরির পরিকল্পনা একেবারে প্রাথমিক পর্যায়ে আছে। টালিগঞ্জের বেশ কয়েকজন পরিচিত মুখের সঙ্গে ছবি নিয়ে আলোচনা শুরু করেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব বলে সূত্রের খবর।