মহারাষ্ট্র, ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন এবং ১৪টি রাজ্যের কয়েকটি আসনে উপনির্বাচনের আবহে মোট এক হাজার কোটি টাকার নগদ, মাদক এবং দামি জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল নির্বাচন কমিশন। সোমবার কমিশন যে পরিসংখ্যান দিয়েছে, তা থেকে জানা গিয়েছে, শুধু মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৮৫৮ কোটি টাকার নগদ, মাদক, সোনা।
২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ওই দিন ঝাড়খণ্ডে দ্বিতীয় দফার নির্বাচন। প্রথম দফার নির্বাচন হয়েছে ১৩ নভেম্বর। দুই রাজ্যে ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর। কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে এই দুই রাজ্য থেকে যত নগদ, মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল, এ বার তার থেকে সাত গুণ বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্র থেকে ১০৩.৬১ কোটি টাকার এবং ঝাড়খণ্ড থেকে ১৮.৭৬ কোটি টাকার নগদ, মাদক, দামি জিনিসপত্র উদ্ধার হয়েছিল।
নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্রের পালঘরে ওয়াদা থানা এলাকায় একটি জিপ থেকে ৩.৭০ কোটি টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। ওই রাজ্যের বুলধানা জেলায় ৪,৫০০ কোজি গাঁজা উদ্ধার হয়েছে, যার দাম প্রায় ৪.৫১ কোটি টাকা। রায়গড় থেকে ৫.২৯ কোটির টাকার রুপোর পাত উদ্ধার হয়েছে। ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ থেকে ৬৮৭ কেজি আফিম উদ্ধার হয়েছে। মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার বুধবার পর্যন্ত এই দুই রাজ্যে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন।