দূষিত পানীয় জল সরবরাহ করার অভিযোগে দিল্লির রাজপথে বিক্ষোভ দেখাল বিজেপি। বৃহস্পতিবার শহরের ৫০০-র বেশি জায়গা থেকে বিষাক্ত পানীয় জলের নমুনা সংগ্রহ নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের সামনে বিক্ষোভ দেখাল বিজেপিকর্মীরা। দলীয় পতাকা এবং প্লে-কার্ড নিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বিক্ষোভকারিদের তরফ থেকে দাবি করা হয়েছে, দিল্লির জল বোর্ড কি ধরণের জল সাধারণ মানুষকে সরবরাহ করে তা দেখানোর জন্য তারা মুখ্যমন্ত্রীর কাছে এসেছেন তাঁরা। দিল্লির পানীয় জল দূষিত, তার থেকে বিভিন্ন রোগ হতে পারে। ব্যুরো অফ ইণ্ডিয়ান স্ট্যান্ডার্ড-এর সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পুরোপূরি নির্বিকার। জনগণের স্বাস্থ্য নিয়ে খেলা করছে আম আদমি পার্টির সরকার। আগে বিশুদ্ধ বাতাস ছিল না, এখন তার সঙ্গে যুক্ত হল দূষিত পানীয় জল। পরিশ্রুত পানীয় জল পাওয়াটা দিল্লিবাসীদের অধিকার। দিল্লি জল বোর্ড যে জল সরবারাহ করছে যা পান করার অযোগ্য। পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে না পারলে পদত্যাগ করা উচিত অরবিন্দ কেজরিওয়ালের।
এর আগে বুধবার দিল্লির পানীয় জলের গুণগত মানের অবনতি নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি।
চিঠিতে মনোজ তিওয়ারি লিখেছিলেন, ব্যুরো অফ ইণ্ডিয়ান স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী কেজরিওয়াল দিল্লিবাসীকে যে পানীয় জল সরবরাহ করছে তা বিষাক্ত। জল খেতে ভয় পাচ্ছে শহরবাসী। প্রশাসনের কাছ থেকে প্রতারিত হয়েছে বলে অনুভব করছে দিল্লিবাসী। বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করার নামে নোংরা জল সরবরাহ করা হচ্ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করে উত্তরপূর্ব দিল্লির বিধায়ক মনোজ তিওয়ারি লিখেছিলেন, ‘বিধানসভা নির্বাচনে আপ সরকার সমূলে উপড়ে ফেলবে বিজেপি। রাজনীতি করছে করুন। কিন্তু কোনও ভাবেই শিশু, প্রবীণ নাগরিক এবং নিরীহ শহরবাসীর জীবন নিয়ে খেলবেন না।’ দিল্লির বিভিন্ন এলাকায় গিয়ে জলের নমুনা সংগ্রহ করার জন্য বিশেষ দল গঠন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান সেই দলে তিনিও থাকবেন বলে দাবি করেছেন মনোজ তিওয়ারি। এই উপলক্ষ্য দিল্লির সরকারের প্রশাসিক আধিকারিকদের ঘটনাস্থলে উপস্থিত থাকারও আহ্বান মুখ্যমন্ত্রীর কাছে করেন মনোজ তিওয়ারি।