পাঁচ রাজ্যপাল বদল করলেন রাষ্ট্রপতি মুর্মু, প্রাক্তন স্বরাষ্ট্রসচিব ও সেনাপ্রধান উত্তর-পূর্বে

নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদে এ বার পাঁচ রাজ্যের রাজ্যপাল পদে রদবদল এবং নতুন নিয়োগ হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দফতর মঙ্গলবার রাতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

উত্তর-পূর্বাঞ্চলের গোষ্ঠীহিংসা বিধ্বস্ত মণিপুরে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয়কুমার ভাল্লাকে রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তিনি লক্ষ্মণপ্রসাদ আচার্যের থেকে দায়িত্ব নেবেন। চলতি বছরের জুলাই মাসে অসমের রাজ্যপাল আচার্যকে মণিপুরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল (অবসরপ্রাপ্ত) বিজয়কুমার (ভিকে) সিংহকে মিজোরামের নতুন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। ২০১৪ এবং ২০১৯-এর লোকসভা ভোটে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে জয়ী ভিকে-কে এ বার টিকিট দেয়নি বিজেপি।

এ বারের রদবদলে মিজ়োরামের রাজ্যপাল হরিবাবু কম্ভমপতি ওড়িশার নতুন রাজ্যপাল হচ্ছেন। ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের পদত্যাগপত্র রাষ্ট্রপতি মুর্মু গ্রহণ করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানকে বিহারের রাজভবনে পাঠিয়েছেন রাষ্ট্রপতি। বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে কেরলের রাজ্যপাল করে পাঠানো হচ্ছে। ঘটনাচক্রে, চলতি বছরেই বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.