কথা দিয়েছেন, তাই সেই মতো কাজ করতে পদক্ষেপ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দুবাইয়ে আটকে থাকা দক্ষিণ দিনাজপুরে ১৩ জন শ্রমিককে ফিরিয়ে আনতে উদ্যোগী হলেন বালুরঘাটের সাংসদ। সোমবার দুবাইয়ে আটকে থাকা ১৩ জন শ্রমিকের নামের তালিকা বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের হাতে তুলে দেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বলেও জানান বিজেপি নেতা।
গত ১ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও অন্যান্য এলাকা থেকে বেশ কিছু শ্রমিক কাজের জন্য দুবাই যায়। ৬ তারিখ দুবাই পৌঁছে শ্রমিকরা জানতে পারেন তাদের কম পারিশ্রমিকে অতিরিক্ত কাজ করানো হবে। তখন তারা দেশে ফিরতে চান কিন্তু তাদের দেশে ফিরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।
এরপরই একটি ভিডিও বার্তার মাধ্যমে শ্রমিকরা তাদের পরিবারকে বিষয়টি জানান। আটকে থাকা পরিবারের লোকেরা বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটে সাংসদ সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন। তিনি জানান, পরিবারের সদস্যদের তিনি শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য আশ্বাস দেন।
এরপর সুকান্ত মজুমদার দিল্লিতে বিদেশমন্ত্রী সঙ্গে দেখা করে এই শ্রমিকদের ফিরিয়ে আনার আবেদন জানান। শ্রমিকদের নামের তালিকা তিনি তুলে দেন বিদেশমন্ত্রীর হাতে। সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই। ফলে কাজের খোঁজে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের কিছু যুবক দুবাইয়ে চলে গিয়েছেন। সেখানে দালাল চক্রের খপ্পরে পড়ে অসহায় ভাবে দিন কাটাচ্ছেন। ভিডিও বার্তার মাধ্যমে শ্রমিকরা তাদের পরিবারকে বিষয়টি জানালে পরিবারের লোকেরা আমার সঙ্গে যোগাযোগ করেন। তাদের ফিরিয়ে আনতে বিদেশমন্ত্রী হাতে শ্রমিকদের নামের তালিকা তুলে দিয়েছি।” তিনি জানান, বিদেশমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই সে দেশের সাথে কথা বলে দুবাই থেকে শ্রমিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।