দিল্লীতে হিংসার আগুনে ঘি ঢালা যুবক মোহম্মদ শাহরুখ গ্রেফতার, এবার হবে সুচিকিৎসা

নাগরিকতা সংশোধন আইন (সিএএ) (CAA) এর বিরুদ্ধে উত্তর পূর্ব দিল্লীর (Delhi) জাফরাবাদ (Jaffrabad) আর মৌজপুর (Moujpur) এলাকায় রবিবার শুরু হওয়া প্রদর্শন হিংসার চেহারা নিয়ে নেয়। উপদ্রবিরা সোমবার অনেক কয়েকটি ঘর, দোকান আর বাহনে আগুন ধরিয়ে দেয়। জাফরাবাদের রাস্তায় এক উপ্রদ্রবি ওপেন ফায়ারও করে। পুলিশ ওই যুবককে সনাক্ত করেছে। ওই যুবক জাফরাবাদ এর বাসিন্দা শাহরুখ। অভিযুক্তকে শাহদরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের থেকে বন্দুক এবং কারতুস উদ্ধার হয়েছে। পুলিশ ধৃত শাহরুখের কাছে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

জাফরাবাদে উপদ্রবিরা অনেক কয়েকটি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। পুলিশ যখন উপদ্রবিদের আটকাতে এগিয়ে যায়, তখন উপদ্রবিদের মধ্যে একজন (শাহরুখ) পুলিশের দিকেই বন্দুক উঁচিয়ে ধরে। পুলিশ কর্মী সাহস করে তাঁকে আটকানর চেষ্টা করে ঠিকই, কিন্তু উপদ্রবি লাগাতার ফায়ারিং করতে থাকে।

উপদরবিরা পুলিশের উপর লাগাতার ইট বৃষ্টি করতে থাকে। গোকুলপুরীতে পাথরের আঘাতে আহত হওয়া হেড কনস্টেবল রতন লালের মৃত্যু হয়। এছাড়াও ডিসিপি অমিত শর্মা আর গোকুলপুরীর এসিপি অনুজ কুমার আহত হন। এক পুলিশ সমেত পাঁচ জনের মৃত্যু হয়েছে এই উপদ্রবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে আর লাঠিচার্জ করে। চাঁদ বাগ আর ভজনপুরায় সিএএ বিরোধী আর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ দাঙ্গা প্রভাবিত এলাকায় ১৪৪ ধারা লাগু করেছে আরেকদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আপাতকালিন বৈঠক ডেকে পরিস্থিতির সমীক্ষা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.