কখনও উঠছে, কখনও নামছে! আছড়ে পড়ার আগে কাজ়াখস্তানের আকাশে ‘বিভ্রান্ত’ বিমান

কখনও উপরের দিকে উঠছিল, পরমুহূর্তেই আবার ঝপ করে নেমে যাচ্ছিল বেশ খানিকটা। এ ভাবে ওঠাপড়ার মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে আছড়ে পড়ল বিমান। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় সেটিতে। বিমান ভেঙে পড়ার মুহূর্তের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। (ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

মাটিতে আছড়ে পড়ার আগে বেশ কয়েক মিনিট আকাশে ‘বিভ্রান্ত’ হয়ে বিমানটিকে ঘুরপাক খেতে দেখা গিয়েছে ওই ভিডিয়োতে। জরুরি ভিত্তিতে অবতরণ করতে না-পেরে বিমানবন্দর থেকে কিছুটা দূরে আকাশে ক্রমাগত চক্কর কাটছিল বিমানটি। অন্তত তিন মিনিট ‘বিভ্রান্ত’ হয়ে ঘোরার পর নিয়ন্ত্রণ হারিয়ে গোত্তা খেয়ে একটি খোলা জায়গায় আছড়ে পড়ে যাত্রিবাহী বিমানটি। মুহূর্তে তাতে আগুন ধরে যায়।

আজ়ারবাইজান এয়ারলাইন্সের ইআরজে-১৯০ বিমানটির গন্তব্য ছিল রাশিয়া। স্থানীয় সময় ভোর ৩টে ৫৫ মিনিটে বাকু থেকে রাশিয়ার চেচনিয়া প্রদেশের গ্রজ়নির উদ্দেশে সেটি রওনা দেয়। কাজ়াখস্তানের আকতুতে কাসপিয়ান সাগরের পূর্ব উপকূলে আচমকা বিমানটি ভেঙে পড়ে। ঘন কুয়াশার কারণে সেটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কাজ়াখস্তানের বিমানবন্দরে তার জরুরি অবতরণ করার কথা ছিল। কিন্তু অবতরণের আগে বিমানটি নিয়ন্ত্রণ হারায়। রাশিয়ার একটি সংবাদমাধ্যমের দাবি, একঝাঁক পাখির সঙ্গে ধাক্কা খেয়ে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে এখনও কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না। উদ্ধারকারীরা জানিয়েছেন, বিমানটি টুকরো টুকরো হয়ে গিয়েছে। বিমানের বেশির ভাগ যাত্রীরই মৃত্যু হয়েছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা সূত্রে খবর।

বিমানে কর্মী-সহ ৬৭ জন যাত্রী ছিলেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওড়ার কিছু পরেই পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লাগে বিমানটির। তার পরই পাইলট আপৎকালীন অবতরণের জন্য অনুমতি চান। কিন্তু অবতরণের আগেই সেটি ভেঙে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.