অসমের সরকারি স্কুলের সাইন বোর্ডে ‘মক্তব’ শব্দে না অসম স্কুল শিক্ষা দফতরের

অসমে ‘মক্তব’ লেখা তোলার সিদ্ধান্ত সরকারি স্কুলের সাইনবোর্ড থেকে | জানান অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা | কোন বিতর্কের জায়গা না দিয়ে অবশ্য আরেকটি সিদ্ধান্তও নিয়েছে অসম সরকার | যেসকল স্কুল গুলি শুধুই মাদ্রাসা শিক্ষা বা শুধু সংস্কৃত টোলের শিক্ষা দেয়, সেগুলিকে পরিবর্তন করে নিয়মে আনার পরিকল্পনাও নিয়েছে অসম সরকার |

কারণ তাদের যুক্তি ধর্মনিরপেক্ষ দেশে কেবল মাত্র একটি ধর্মীয় শিক্ষার স্কুল হতে পারে না | তাই এই দুই স্কুলের সঙ্গে অবশ্যই পড়াতে হবে হিন্দি ও অন্যান্য বিষয় | তা নিয়ে পরিবর্তিত পাঠক্রম আনতে চলেছে সরকার | যা মানতে বাধ্য থাকঅনুসরণ করে থাকেন সমস্ত মাদ্রাসাও |

মক্তব কথার অর্থ স্কুল | প্রথামিক স্কুলগুলিকে মুখ্যমন্ত্রী সৈয়দ মুহাম্মদ সাদুল্লা তার মেয়াদের সময় অসমের প্রাথমিক স্কুলগুলিতে মক্তব পাঠে উদ্ধুদ্ধ করেন | কিন্তু বর্তমানে সেসব স্কুলগুলিতে মক্তব পড়ানো হয়না |

শিক্ষকেরা সেখানে সরকারি পাঠক্রম অনুসারে পড়ান | সেটিই এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে অন্যতম কারণ | মাদ্রাসার ক্ষেত্রে নতুন নিয়মের মধ্যে উল্লেখযোগ্য হল মাদ্রাসায় পড়া পড়য়াদের নাম ও সংখ্যা উল্লেখ করা বাধ্যতামূলক করার ভাবনা অসম সরকারের,ইঙ্গিত শিক্ষামন্ত্রীর কথায় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.