প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডাকে সাড়া দিয়ে ৫ই এপ্রিল প্রদীপ জ্বালিয়ে মৌলবাদীদের রোষের মুখে পড়লেন ক্রিকেটার জাহির খান। অনেক মৌলবাদী মানসিকতার মুসলিম ব্যক্তি জাহির খানের (Zahir Khan) সমালোচনা করেছেন। একজন মুসলিম হয়ে কি করে তিনি মোদির সমর্থক হতে পারেন, সে প্রশ্নও তুলেছেন অনেকে।
জাহির খান (Zahir Khan) প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বাড়িতে প্রদীপ জ্বালান। সেই ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্টও করেন। তারপরেই তিনি ইসলামিক মৌলবাদী মানসিকতার লোকজনদের ক্ষোভের মুখে পড়েন। অনেকে তাঁর এই কাজকে অনেকে সমর্থন জানালেও অনেকেই সমালোচনা করেন। তাসলিম আনজুম নামে একজন প্রশ্ন করেছেন যে একজন মুসলিম হয়ে কেন তিনি মোদির সমর্থনে কথা বলছেন। আর একজন ব্যক্তি জাহর খানকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তিনি কেন নিজামুদ্দিন মার্কেজের সমর্থন করেননি। আর একজনের মন্তব্য এই যে জাহির খান (Zahir Khan) হয়তো গোবর খাওয়া শুরু করেছেন। যদিও এইসব মন্তব্যের বিরুদ্ধে কিছু বলেননি জাহির খান (Zahir Khan) । তাঁর একটাই বক্তব্য যে এই কঠিন পরিস্থিতিতে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।