আপনার পাড়ায় কে কে বলছে বিজেপি হেরেছে? সিপিএমের রামদা? কংগ্রেসের শ্যামদা? তৃণমূলের যদুদা? অথবা যারা যারা বিজেপিকে ভোট দেয়নি সেই সমস্ত মধুদা রা? তাদের বলতে দিন এবং বিজেপি হেরেছে এই আনন্দে তাদের নাচানাচি করতে দিন।
আপনিতো বিজেপি করেন তাই না? বিজেপির পতাকা লাগান তাই না? বিজেপির মিটিংয়ে যান তাই না? বিজেপির মিছিলে অংশ নেন তাইনা? অথবা বিজেপির মিটিং- মিছিলে যান না, কারো সঙ্গে বিজেপির হয়ে তর্ক- বিতর্কও করেন না অথচ বিজেপিকে ভোট দিয়েছেন পশ্চিমবঙ্গে সরকার গড়বার লক্ষ্যে তাহলে আপনি যেনে রাখুন আপনার বিজেপি পশ্চিমবঙ্গে হারেনি।
আপনার বিজেপির পশ্চিমবঙ্গে হারাবার মতো কিছু ছিল না। যেই বিজেপি দলের প্রতিষ্ঠাতা বাংলার বাঘ আশুতোষ মুখোপাধয়ের সুসন্তান ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সেই শ্যামাপ্রসাদের বাংলায় বিজেপি কখনো ৩ টার বেশি বিধায়ক দেখেনি। সেই বাংলায় আজ বিজেপির বিধায়ক সংখ্যা ৭৭ এবং প্রধান বিরোধী দল। এবার বলুন আপনার বিজেপি হেরেছে?
যে বাংলায় বিজেপি অতীতে কোনদিন ২৮ লক্ষ ভোট পায়নি (বিধানসভা নির্বাচনে) সেই বাংলায় আপনার বিজেপি ২ কোটি ২৮ লক্ষ মানুষের মন জয় করেছে। ভেবে বলুন আপনার বিজেপি হেরেছে?
এই প্রথম পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনের মধ্যে ২৯৪ টি তেই বিজেপি প্রার্থী দিয়েছে এবং ১ টি আসনেও বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি, ভালো করে ভেবে বলুন আপনার বিজেপি হেরে গেছে?
হ্যা আপনার বিজেপি চেয়েছিল পশ্চিমবঙ্গে সরকার গড়তে সেটা হয়নি, মনে আছে ২০০১ সালের বিধান সভা নির্বাচনের কথা, বাংলায় তখন ছিল কমিউনিষ্ট শাসন, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন ভারতবর্ষের এক বিশিষ্ট রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বামফ্রন্ট সরকারের ব্যার্থতা তুলে ধরে একটা মমতাময়ী ঝড় তুলে দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়, বাংলার আকাশে- বাতাসে ছড়িয়ে পড়েছিল একটাই শ্লোগান “হয় এবার নয় নেভার”, আর কমিউনিষ্টদের শ্লোগান ছিল ” দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হবে না” নির্বাচন পর্ব মিটে যাবার পর দেখা গেল বাংলার মানুষ কমিউনিষ্ট দের কেই নির্বাচিত করেছে।
মনে করুন ২০০৬ সালের কথা। আজকের ক্ষমতাবান তৃণমূল মাত্র ৩০ টি আসন পেয়ে, বিধানসভায় বিরোধী দলের তকমা জোটাতেও ব্যর্থ হয়েছিল। আবার ২০১১ সালে সেই তৃণমূলই বুদ্ধদেব বাবুর ‘আমরা ২৩৫’ এর গর্ব কে ধূলিস্যাৎ করে ফিরে এসেছিলো।
তাই আপনারা যারা ভাবছেন একদিনেই সব হয়ে যাবে তারা ভুল ভাবছেন, লড়াইয়ের ময়দানে থাকুন, একদিনে হয়নি কিন্তু একদিন হবে, ভালোভাবে বিরোধীদের ভূমিকা পালন করুন। লক্ষ্য রাখুন ২০২৬ শে আমরাই পশ্চিমবঙ্গে সরকার গঠন করবো।
তাই বলছি আপনার আমার বিজেপি হারেনি, আপনার আমার বিজেপি ২ কোটি ২৮ লক্ষ মানুষের মন জয় করেছে। তাই আপনার পাড়ায় যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের অধিকারের জন্য লড়াই করুন। আর যারা বিজেপিকে ভোট দেয়নি তাদের মন জয়ের চেষ্টা করুন কারণ আপনার আমার বিজেপি হারেনি।
জয় শ্রী রাম।। 🚩🚩🚩
ভারত মাতা কি জয়।। 🇮🇳🇮🇳🇮🇳