আজ রাজ্য বিধানসভায় শেষ দফার ভোট। ২৭ মার্চ প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল। একমাসেরও বেশি সময় ধরে আট দফায় ভোটগ্রহণের নির্ঘন্ট ঘোষণা করেছিল কমিশন।
আজ অষ্টম দফার ভোট গ্রহণের পরই বুথ ফেরত সমীক্ষা। কাদের দখলে নবান্ন? দেশের নজর দোসরা মে-তে। বিধানসভার দৌড়ে এগিয়ে কে? কী বলছে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা? কী ইঙ্গিত দিচ্ছে অন্যান্য বুথ ফেরত সমীক্ষা?
বাংলায় আট দফার বিধানসভা নির্বাচনের অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ সম্পূর্ণ হল ২৯ এপ্রিল, বৃহস্পতিবার। ফলপ্রকাশ ২ মে। সেদিনই ঠিক হয়ে যাবে, কারা পেতে চলেছে বাংলার মসনদ। তার আগে সি ভোটার বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গেল, কী হতে পারে তারকা প্রার্থীদের ভবিষ্যৎ।
westbengalelections2021
ExitPoll
PeoplesPulse
BJP – 173-192
TMC – 64-88
LF+Cong+ISF – 7-12
CVoters
BJP – 109-121
TMC- 152-164
LF+Cong+ISF – 14-25
CNX
BJP – 138-148
TMC – 128-138
LF+Cong+ISF – 11-21
Axis
BJP – 134-160
TMC – 130-156
LF+Cong+ISF – 0-2