করোনার আতঙ্কের আবহের মধ্যেই দুটি ভালো খবর। বিগত সপ্তাহে এক ট্যুইটের জবাবে অনলাইন স্টোর বিগবাস্কেট স্বীকার করেছিলো , তারা শুধুমাত্র হালাল মাংসই সরবরাহ করে থাকে।
তারপর এ নিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় বয়ে যায়। হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা বিভিন্ন সামাজিক মাধ্যম গুলোতে বিগ বাস্কেটের সমালোচনা করতে থাকেন, যে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আবেগকে অবহেলা করে শুধুমাত্র নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের কথাই বিগ বাস্কেট চিন্তা করেছে।
এই বিতর্ক তুমুল রূপ নিতেই বিগ বাস্কেট কতৃপক্ষের কপালে চিন্তার ভাঁজ পড়ে এবং তারা ঘোষণা করে এখন থেকে সারা দেশজুড়ে তারা ঝটকা মাংসের সরবরাহ শুরু করবে। ইতিমধ্যেই এই স্বীদ্ধান্তে সামাজিক মাধ্যমগুলোতে প্রশংসার প্লাবন শুরু হয়েছে।
অপরদিকে ইন্ডিয়ান আর্মির সাধারণ মানুষকে দেশসেবার সুযোগ করে দিতে ৩ বছরের ” Tour of duty” ঘোষণা করার সাথে সাথেই তাকে সম্মান জানিয়ে ভারতীয় টেক জায়ান্ট মাহিন্দ্রা জানিয়েছে তারা তাদের নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে আর্মিতে 3 বছরের Tour of duty কর্মজীবন শেষ করা জওয়ানদের চূড়ান্ত অগ্রাধিকার দেবে।
ভারতকে উন্নতির পথে নিয়ে যে প্রয়াত প্রধানমন্ত্রী লালবাহাদুর শাশ্ত্রী “জয় জওয়ান , জয় কিষাণ” স্লোগানে্র প্রচলন করেছিলেন। আজ পরিবর্তিত বিশ্বে শিল্পপতি ও শিল্পে কর্মরত দক্ষ শ্রমিকরাও অন্যতম দেশ গড়ার কারিগর হিসেবে উঠে এসেছে।
আর ইন্ডিয়ান আর্মির প্রবাহমান কাল ধরে চলে আসা নিয়মানুবর্তিতা, দক্ষতা যে তাদের মধ্যে সঞ্চারিত হয়ে নতুন দেশ গঠনের সহায়ক হবে এবং ক্রমে অন্যান্য শিল্পগোষ্ঠীও যে এই 3 বছরের Tour of duty শেষ করা কর্মীদেরকেই নিযুক্তির ক্ষেত্রে প্রাধান্য দেবে, তা তো বলাই বাহুল্য। তবে এটি ঝটকা কিনা তা নিয়ে এখনো কিছু বিতর্ক থেকে গেছে! উক্ত বিষয় এখনো পর্যন্ত বিগ বাস্কেটের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নি।