লুকিয়ে থাকা তাবলীগ জামাত সদস্যদের সম্বন্ধে কোনোরকম তথ্য পুলিসকে দিলে ওই ব্যক্তিকে আর্থিক পুরস্কার দেওয়া হবে। এমনটাই ঘোষণা উত্তর প্রদেশ পুলিসের (Uttar Pradesh Police)। সেইসঙ্গে পুলিসের বক্তব্য, তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকবে।
দেশে করোনা ভাইরাস (Corona virus) সংক্রমণের এপিসেন্টার হিসেবে নিজামুদ্দিন (Nizamuddin) মার্কাজের সম্মেলনকে দেখছে দেশের সাধারণ মানুষ। তাবলীগ জামাত সদস্যরা সারা দেশে ছড়িয়ে পড়েছেন। তাদের খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিস ও প্রশাসনকে। কিন্তু তাবলীগ জামাত সদস্যরা পুলিসের সঙ্গে সহযোগিতা না করায় পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এবার তাদের খুঁজে বের করতে জনসাধারণের সাহায্য চাইলো উত্তর প্রদেশ পুলিস। পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করেছেন তাঁরা। আজমগড় পুলিসের এসপি ত্রিবেনি সিং (Tribeni Singh) ঘোষণা করেছেন যে লুকিয়ে থাকা তাবলীগীদের সম্বন্ধে কোনো তথ্য দিলে তাকে ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। সেইসঙ্গে ওই ব্যক্তির তথ্য গোপন থাকবে, আশ্বাস দিয়েছেন তিনি।