দুদিনের বিপ্লবী রা দুদিনের বিপ্লবী ই থাকে, আদর্শবাদী আর স্টাইল আইকনের মধ্যে পার্থক্য ছিল আছে থাকবে

বহু বাম, অতি বাম, মেজো বাম , সেজো বাম, ছোট বাম, কচি বাম ভাই দাদা বন্ধুরা বারবার প্রশ্ন করে “আচ্ছা তুই কেনো বিজেপি ?” ( শুনে মনে হয় আমার গায়ে #NoVoteToBJP এর ট্যাটু করা আছে বোধহয়) তাঁদের উদ্দেশ্যে আমি বলি আমি গর্বিত আমি বিজেপি কারণ –

© কর্ণাটকের ব্যাঙ্গালোরের মান্যতার মত সম্পূর্ণ বিজেপি ঘাঁটিতে শ্রী সাই পিজি হোস্টেলে যখন একটিমাত্র ছেলে বামপন্থী থাকে তখন আমার নিজের বাকি অনুগামীদের প্রতি এটাই নির্দেশ থাকে কেউ যেনো সেই একটিমাত্র লোক সংখ্যালঘু হওয়ার কারণে কোনো ব্যঙ্গ বিদ্রুপের স্বীকার না হয়। যে যেনো সম্পূর্ণ অধিকারে নিজের রাজনৈতিক মত প্রকাশ করতে পারে।

© আমার নিজের সবথেকে প্রিয় শহর এবং আমাদের হিন্দুত্ববাদী দের ঘাঁটি বেনারসে রাস্তা দিয়ে যেতে যেতে যখন কমিউনিস্ট পার্টির অফিস দেখি এবং বয়স্ক বাঙালি জেঠু বসে আছে বুঝি গিয়ে কথা বলে শিখি জানি ও কিছু উপদেশ গ্রহণ করি।

© কোনো পার্টিতে যদি খুব কম সংখ্যক সমর্থক থাকেন এবং কেউ যদি সংখ্যার থেকে ভালোবাসাকে ও আদর্শকে গুরুত্ব দিতে পারে তাঁকে ও তাঁর আদর্শকে সম্মান করি।

© ১৮ টি রাজ্যে ক্ষমতায় থাকা সত্বেও কখনো কাউকে এটা বলি না যে “আমাদের দলে যোগ দে, তোদের দল তো জিতবে না”।

© নিজের যে কোনো প্রজেক্টে ভিন্ন মত ও দর্শনের মানুষ এলে তাকে প্রভাবিত করার চেষ্টা করি না, বরঞ্চ তার থেকে শিখি, আমার প্রচুর কাজে বিরুদ্ধ মত এসে কাজ করে উপার্জন করেছে।

© ২ থেকে আজ ৩০৩ সংখ্যক সিটে জেতার মুহূর্তে অপর কোনো রক্ত ক্ষরণ হতে থাকা দলের জন্যে প্রাণ পাত করে খাটা আদর্শবাদী সমর্থক কে গিয়ে বলি না ” এখনও কেনো এখানে আছিস”, বলি “সবাই চলে গেলেও তুই থাক”।

দুদিনের বিপ্লবী রা দুদিনের বিপ্লবী ই থাকে, আদর্শবাদী আর স্টাইল আইকনের মধ্যে পার্থক্য ছিল আছে থাকবে। সর্বোপরি “ফ্যাসিস্ট” রাই আগে অন্যকে “ফ্যাসিস্ট” বলে গাল দেয়, কারণ যার মাথা ঘোরে সে ভাবে পৃথিবী ঘুরছে।

@সুমনকুমারদত্ত

ভারতমায়েরজয়

voice_of_hindustan

namaste_sada_vatsale_matribhume

VandeMataram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.