কেবলমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির মানুষের জন্য সংরক্ষণ থাকা উচিত এবং তাও এক বা খুব বেশি হলে দুটো প্রজন্মের জন্য

কেবলমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণির মানুষের জন্য সংরক্ষণ থাকা উচিত এবং তাও এক বা খুব বেশি হলে দুটো প্রজন্মের জন্য। কিন্তু সংরক্ষণের নামে একটি পরিবারের পাঁচজন সদস্যের পাঁচজনই চাকরি করে কিন্তু অন্যদিকে ঐ পাঁচজন সদস্যের প্রত্যেকের চেয়ে অনেক অনেক মেধাবী (কিন্তু একটাই অন্যায় তারা General Caste) এমন যুবক-যুবতীরা চাকরি না পেয়ে আজ দিশাহারা। শুধু চাকরি কেন … বিভিন্ন entrance পরীক্ষাতে, কলেজে ভর্তি হওয়াতেও একই জিনিস। সংরিক্ষত seat বাদ দিলে general seat কটা ? এটাই যদি সংরক্ষণের প্রকৃত উদ্দেশ্য হয় তাহলে বলব সত্যিকারের মধ্যবিত্ত ঘরের প্রকৃত মেধাবী ছাত্র বা ছাত্রীরাই আসলে দলিত, নিপীড়িত। আর যারা উচ্চবিত্ত বড়লোক তারা তো এখন পয়সা দিয়ে সব কিনতে পারে। হাসিও পায় আবার দুঃখও লাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.