আসামে ক্রমাগত ঘটে চলা লাভ জিহাদের ঘটনার বিরুদ্ধে আবারও সুর চড়ালেন আসামের প্রভাবশালী বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। তাঁর অভিযোগ, মুসলিম যুবকরা লাভ জিহাদের কাজে ফেসবুককে ব্যবহার করছে। তিনি আরও বলেন, ফেসবুকে হিন্দু নামে ফেক অ্যাকাউন্ট বানিয়ে সেখানে মন্দিরের সামনে দাঁড়িয়ে তোলা ছবি আপলোড করা হচ্ছে। সেই ছবি দেখে বিশ্বাস করে হিন্দু মেয়েরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। কিন্তু বিয়ের পরে মেয়েটি দেখছে যে, তাঁর প্রেমিক আসলে একজন মুসলিম, হিন্দু নয়। এটি হলো মেয়েটির সঙ্গে বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণা বলেই মত হিমন্ত বিশ্বশর্মা। এমনকি আইন আনার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
আসামের মুসলিম আগ্রাসন নিয়ে বরাবরই সরব হিমন্ত বিশ্বশর্মা। এ কারণে আসামের সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তাঁর। কয়েকদিন আগেই আসামের মানুষের কাছে আহ্বান জানিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলেছিলেন। এবার তিনি সরব হলেন লাভ জিহাদের বিরুদ্ধে। রাজনৈতিক মহলের মতে, আসামের বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। তাই সাধারণ হিন্দু জনতার মন পেতে লাভ জিহাদের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। কারণ আসামের প্রায় প্রতিটি জেলায় বহু হিন্দু তরুণী লাভ জিহাদের শিকার হয়ে ইসলামে ধর্মান্তরিত হয়েছে। পাশাপাশি বহু তরুণী বিবাহ বিচ্ছেদের পর কষ্টের জীবনযাপন করছেন। তাছাড়া, প্রেমের ফাঁদে ফেলে পাচার এবং বেশ্যবৃত্তিতে নামানোর ঘটনা তো আছেই। আর এ নিয়ে সাধারণ হিন্দুদের মনে ব্যাপক ক্ষোভ রয়েছে আসামজুড়ে। ফলে হিমন্ত সেই ক্ষোভকে কাজে লাগিয়ে ভোটযুদ্ধে নিজেদের ঝুলি ভরতে চাইছেন বলে মনে করা হচ্ছে। অনেকের মতে, সত্যিই বিজেপি যদি লাভ জিহাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেয়, তা আসামের হিন্দুদের জন্য সত্যিই মঙ্গলকর হবে।