ঝাড়গ্রামের জঙ্গলে ফের ফিরল বাঘের আতঙ্ক। স্থানীয়দের দাবি জঙ্গলে বাঘ দেখা গিয়েছে। তাও আবার একটি নয়, ২টি। স্থানীয়দের দাবি, মানতে নারাজ বনদফতর। তাদের দাবি, ওটা বাঘ নয়, নেকড়ে।
২০১৮ সালে লালগড়ের জঙ্গলে বাঘের উপস্থিতি নিয়ে গোটা জেলায় হুলস্থুল পড়ে। অনেক চেষ্টাতেও বন দফতর বাঘটিকে ধরতে পারেনি। এর পর প্রাণীটিকে পিটিয়ে মারেন স্থানীয়রা। লালগড়ের কন্যাবালি গ্রামের বাসিন্দা এক বৃদ্ধার দাবিতে সেই স্মৃতি ফিরছে।ট্রেন্ডিং স্টোরিজ
বিমলা মাহাতো নামে বৃদ্ধার দাবি, বৃহস্পতিবার জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে তিনি ২টি বড় প্রাণী দেখেছেন। প্রাণীদুটি জঙ্গলের ভিতরে ঢুকে যায়। সেগুলি যে নেকড়ে নয় সেব্যাপারে নিশ্চিত তিনি।
ওদিকে গ্রামের আরেক বাসিন্দা গোপাল কিসকুর দাবি, তাঁর একটা ছাগল ও একটি ভেড়া মেরে রেখে গিয়েছে কেউ। এলাকায় কয়েকদিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ পাওয়া গিয়েছে বলেও দাবি স্থানীয়দের।
যদিও বন দফতরের দাবি, লালগড়ের জঙ্গলে বাঘ আসার কোনও সম্ভাবনা নেই। সম্ভবত প্রাণীগুলি নেকড়ে।