সার্জিক্যাল স্ট্রাইক থেকে রাফায়েল- লোকসভা ভোটের আগে মোদিকে আটকানোর জন্য এই দুটি বিষয়ে ক্রমাগত অপপ্রচার করে গেছিলো বিরোধী দলগুলি কিন্তু আজকে যখন দেশের মানুষ সংকটে সেই সময়ে দাঁড়িয়ে আমাদের দেশের রাজনীতিবিদরা শুধুমাত্র মোদির বিরোধিতা করার জন্য যে নোংরামো করছে তার উপযুক্ত জবাব ভারতবর্ষের মানুষ দেবে। এক শ্রেণীর দালাল মিডিয়াও কোমর বেঁধে মোদির বিরোধিতা করার জন্য নেমে পড়েছে।
ভ্যাকসিন থেকে অক্সিজেনের যোগান এবং ভ্যাকসিনের দাম নিয়ে যা যা মিথ্যে কথা বলছে তার আয়ু বড় জোর দশ দিন। আর একটা কথা, ভারতবর্ষের দ্বিতীয় ওয়েভের এপিসেন্টার মহারাষ্ট্র হলেও যেহেতু তা বিজেপি শাসিত নয় তাই মিডিয়া প্রত্যাশিতভাবেই বেশি কিছু বলছে না কিন্তু বিজেপি শাসিত কর্নাটকের অবস্থা অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও মিডিয়া পড়ে আছে শুধুমাত্র উত্তর প্রদেশ নিয়ে। একটু গভীরে গিয়ে ভেবে দেখুন কেন? আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়া হলো কুম্ভ স্নানের জন্য নাকি এই ঘটনা ঘটেছে, এমনভাবে ব্যাপারটাকে উপস্থাপন করা হল যেন বিগত এক বছর ধরে প্রতি শুক্রবারে একজোট হয়ে কোথাও কোন কাজ করা হয় না। ভাবুন আরো গভীরে গিয়ে ভাবুন।
রাফায়েল এবং সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে মিথ্যাচার যেমন ফাঁস হয়েছিল আজকে যা যা রটছে সেই মিথ্যাচার ও ফাঁস হয়ে যাবে দু সপ্তাহের মধ্যে।
রুদ্রপ্রসন্ন ব্যানার্জি