শীতলকুচি তে যা দেখলাম, একজন সাধারণ নাগরিক হিসেবে শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত নেমেছে।
দেশের খেটে খাওয়া মানুষ উস্কানির শিকার হয়ে তাদের রক্ষক কেই শত্রু মনে করছেন। দলবদ্ধ ভাবে অস্ত্র নিয়ে আক্রমন করছেন তাঁদেরকে, এবং অবশ্যই সন্ত্রস্ত করছেন বুথের সামনে থাকা সাধারণ নিরীহ ভোটারদের। এমনিতেও আমাদের রাজ্যের ভোট সংস্কৃতি গোটা দেশের কাছে আমাদের উপহাসের পাত্র করে তুলেছে, তার মধ্যে কেন্দ্রীয় বাহিনীর ওপর এই আক্রমন, ও চারটি মৃত্যুতে আতঙ্কের বার্তা ছড়িয়েছে গোটা দেশে।
এই প্রবনতা অন্ধবিশ্বাস বা ভয় ছাড়া আসেনা, আসতে পারেনা। ধিক্কার সেই রাজনৈতিক নেতা-নেত্রীদের যাঁরা দেশবাসীর প্রাণকে নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্খার নিচে পিষে দিতে দ্বিতীয় বার ভাবেন না।
পাঁচ পাঁচটি প্রাণের বিনিময়ে যে রক্তের হোরিখেলা দেখালেন, মনে রাখা হবে- সবকিছু মনে রাখা হবে
~আদিত্য।